India vs New Zealand: ভাগ্যের জোরে ১০ উইকেট আজাজের, বলছেন অশ্বিন

Ravichandran Ashwin: টেস্ট ক্রিকেটে সব মিলিয়ে ১০বার সিরিজের সেরা হলেন। এমন বর্ণময় কেরিয়ারে সাফল্যও কম পাননি। টেস্ট ক্রিকেটে উইকেট প্রাপ্তির খাতায় আবার টপকে গিয়েছেন হরভজন সিংকে। নিজেকে আরও মেলে ধরতে চান অশ্বিন।

India vs New Zealand: ভাগ্যের জোরে ১০ উইকেট আজাজের, বলছেন অশ্বিন
India vs New Zealand: ভাগ্যের জোরে ১০ উইকেট আজাজের, বলছেন অশ্বিন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2021 | 12:23 PM

মুম্বই‌: যতই ইতিহাস গড়ুন ১০ উইকেট নিয়ে। যতই বিদেশের মাটিতে প্রথম বোলার হিসেবে অবিস্মরণীয় রেকর্ড করুন তিনি। জিম লেকার, অনিল কুম্বলের ১০ উইকেট ক্লাবে পা দেওয়া আজাজ প্যাটেল কিছুটা হলেও কপালের সাহায্য পেয়েছেন। এমনই বলছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে দারুণ ফর্মে ছিলেন অফস্পিনার। সব মিলিয়ে ১৪ উইকেট নিয়েছেন। মাত্র ৭০ রান দিয়ে। যে কারণে সিরিজের সেরা হয়েছেন অশ্বিন। ওয়াংখেড়েতে দুটো ইনিংস মিলিয়ে আবার ৮ নিয়েছেন।

আজাজকে নিয়ে বলতে গিয়ে অশ্বিন বলছেন, ‘দুরন্ত পারফর্ম করেছে ও। ওয়াংখেড়েতে পাঁচদিন বল টার্ন করে না। তার পরও আজাজ কিন্তু নিজেকে মেলে ধরেছে। সবচেয়ে বড় কথা হল, ও সিমটা চমৎকার ব্যবহার করেছে। ধারাবাহিক ভাবে বলটা একবারে ঠিক জায়গায় রেখেছে। যে কারণে সাফল্য পেয়েছে। তবে ওর ১০ উইকেট পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কপাল জড়িয়ে ছিল।’

টেস্ট ক্রিকেটে সব মিলিয়ে ১০বার সিরিজের সেরা হলেন। এমন বর্ণময় কেরিয়ারে সাফল্যও কম পাননি। টেস্ট ক্রিকেটে উইকেট প্রাপ্তির খাতায় আবার টপকে গিয়েছেন হরভজন সিংকে। নিজেকে আরও মেলে ধরতে চান অশ্বিন। ‘আমি সব মিলিয়এ ১০বার সিরিজের সেরা হলাম। তবে তার থেকেও বেশি, ওয়াংখেড়েতে আমি বোলিং করতে বরাবর ভালোবাসি। এখানকার পিচে রোজই নতুন কিছু না কিছু থাকে। এই চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে।’

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন অশ্বিন। তাঁর কথায়, ‘দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই যাব। এর আগে আমরা কখনও প্রোটিয়াদের বিরুদ্ধে ওদের ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতিনি। এ বার আশা করি সেই স্বপ্নপূরণ করেত পারব।’

ওয়াংখেড়েতে অশ্বিন-জয়ন্ত যাদব জুটিই ভেঙে দিয়েছে কিউয়িদের ব্যাটিং মেরুদণ্ড। সেই সঙ্গে বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেলও দারুণ বোলিং করেছেন। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের ৩ উইকেট বাদ দিলে তিন ভারতীয় স্পিনারই বাকি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। অশ্বিন বলছেন, ‘২০১৪ সাল থেকে আমি আর জয়ন্ত একসঙ্গে ট্রেনিং করছি। ও হরিয়ানা থেকে চেন্নাই চলে এসেছিল আমার সঙ্গে ট্রেনিং করবে বলে। আর অক্ষরের সঙ্গে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছি। ফলে আমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে।’

আরও পড়ুন: Virat Kohli: ‘বিদেশে যে কোনও টিমকে হারাতে পারি’, দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট

আরও পড়ুন: India vs New Zealand: ঘরের মাঠে নতুন ইতিহাস বিরাটদের, জয় দিয়ে দ্রাবিড়-কোহলি যুগের সূচনা