দ্রাবিড়ের এনসিএ এখন কোচেদের কর্পোরেট ক্লাস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 23, 2021 | 7:13 PM

একেবারে ভোল বদল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy)। ঝাঁ চকচকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি গড়ে উঠেছে পুরো কর্পোরেট ধাঁচে।

দ্রাবিড়ের এনসিএ এখন কোচেদের কর্পোরেট ক্লাস
দ্রাবিড়ের এনসিএ এখন কোচেদের কর্পোরেট ক্লাস (সৌজন্যে-টুইটার)

Follow Us

বেঙ্গালুরু: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) এনসিএ (NCA) এখন কোচেদের (Coach) কর্পোরেট ক্লাস। একেবারে ভোল বদল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy)। ঝাঁ চকচকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি গড়ে উঠেছে পুরো কর্পোরেট ধাঁচে। মাঠে এবং মাঠের বাইরে কোচেদের ট্রেনিং দেওয়ার সমস্ত পরিকাঠামো তৈরি এনসিএ-তে।

সম্প্রতি বোর্ডের লেভেল-২ কোচিং কোর্স করানো হয়েছে এনসিএ-তে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন সেই কোর্সে প্রশিক্ষণ নিয়েছেন দেশের প্রথম শ্রেণীর প্রাক্তন ক্রিকেটাররা। যার মধ্যে ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটাররাও। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো পরীক্ষাই নেওয়া হয় সেখানে।

তবে প্রত্যেকটা ক্লাসই দ্রাবিড় করান না। সেখানে অন্যান্যরাও প্রশিক্ষণ দেন। যার মধ্যে রয়েছেন এমবিএ পাশ করা এক কোচও। নির্দিষ্ট পয়েন্ট গুলোকে শুধু শুধরে দেন রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন: India vs England 2021: পূজারার পরিবর্তে সূর্যকুমারকে চাইছেন ফারুখ ইঞ্জিনিয়ার

Next Article