India vs England 2021: পূজারার পরিবর্তে সূর্যকুমারকে চাইছেন ফারুখ ইঞ্জিনিয়ার

ইংল্যান্ড সফরে প্রথম দুটো টেস্টের চার ইনিংসে মাত্র ৭০ রান করেছেন পূজারা। গড় ২৩.৩৩। অস্ট্রেলিয়া সফর থেকে ধরলে তাঁর ব্যাটে বড় রান নেই। যা কিছুটা হলেও প্রভাব ফেলছে টিমে।

India vs England 2021: পূজারার পরিবর্তে সূর্যকুমারকে চাইছেন ফারুখ ইঞ্জিনিয়ার
India vs England 2021: পূজারার পরিবর্তে সূর্যকুমারকে চাইছেন ফারুখ ইঞ্জিনিয়ার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 4:29 PM

নয়াদিল্লি: রানের মধ্যে না থাকা চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) বদলি খোঁজা শুরু হোক। কাকে খেলানো যেতে পারে তাঁর বদলে? ভারত ও পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার (Farokh Engineer) ও সলমন বাটের মতে, সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) খেলানো হোক তৃতীয় টেস্টে।

ইংল্যান্ড সফরে প্রথম দুটো টেস্টের চার ইনিংসে মাত্র ৭০ রান করেছেন পূজারা। গড় ২৩.৩৩। অস্ট্রেলিয়া সফর থেকে ধরলে তাঁর ব্যাটে বড় রান নেই। যা কিছুটা হলেও প্রভাব ফেলছে টিমে। সূর্য আবার শ্রীলঙ্কা সফরে ভালো খেলেছেন। যে কারণে টেস্ট টিমে ডাকও পেয়েছেন।

ইঞ্জিনিয়ারের কথায়, ‘আমি সূর্যের বিরাট ফ্যান। ও নিশ্চিত ভাবেই ক্লাস প্লেয়ার। পূজারা বা রাহানের বদলে ওকে টিমে সুযোগ দেওয়া উচিত। সূর্য শুধু ভালো প্লেয়ারই নয়, ম্যাচ উইনারও।’

লর্ডসে জিতে ভারত সিরিজে ১-০ এগিয়ে গেলেও ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিরাট কোহলি নিজে রানের মধ্যে নেই। লোকেশ রাহুল লর্ডসের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এ ছাড়া কেউই সেই অর্থে বড় রানের দিকে এগোতে পারেননি। ইঞ্জিনিয়ার কিন্তু বলছেন, ‘সূর্য আগ্রাসী ক্রিকেটার। ও দ্রুত সেঞ্চুরি করতে পারে। দ্রুত ৭০-৮০ রান করে দিতে পারে। সেই সঙ্গে দুরন্ত ফিল্ডার।’

ফারুখ ইঞ্জিনিয়ারের মতো পাকিস্তানের সলমন বাটও বলছেন, ‘পূজারাকে যে ফর্মে নেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে, বিরাট আর কোচ কী ভাবছেন, তার উপর নির্ভর করছে। তবে, এখনই নতুন কাউকে পরীক্ষার মুখে ফেলে না দিয়ে বরং আর একটা টেস্টে দেখা উচিত।’

আরও পড়ুন: India vs England 2021: সিরিজে ফিরতে হলে রুটদের অতিমানবিক হতে হবে: গাভাসকর