RR vs RCB: রাজস্থানের ‘পিঙ্ক প্রমিস’, ঘুরে দাঁড়াতে আরসিবির ভরসা সৌরভ

Apr 06, 2024 | 7:23 PM

IPL 2024: জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে পুরো গোলাপি জার্সি পরে মাঠে নামলেন রাজস্থানের ক্রিকেটাররা। বিরাটদের বিরুদ্ধে এই রাজস্থানের জার্সি বদলের বিশেষ কারণ রয়েছে। তা হল গোলাপি প্রতিশ্রুতির জন্য। শনি-রাতের ম্যাচে রাজস্থানের (Rajasthan Royals) মহিলাদের সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে সঞ্জুর টিম।

RR vs RCB: রাজস্থানের পিঙ্ক প্রমিস, ঘুরে দাঁড়াতে আরসিবির ভরসা সৌরভ
RR vs RCB: রাজস্থানের 'পিঙ্ক প্রমিস', ঘুরে দাঁড়াতে আরসিবির ভরসা সৌরভ
Image Credit source: RR X

Follow Us

কলকাতা: ইটস শো টাইম। সঞ্জু স্যামসনের পিঙ্ক আর্মির জন্য আজকের ম্যাচ বিশেষ। আরসিবির (RCB) বিরুদ্ধে এই ম্যাচে রাজস্থান রয়্যালসের বিশেষ উদ্যোগ জড়িয়ে রয়েছে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে পুরো গোলাপি জার্সি পরে মাঠে নামলেন রাজস্থানের ক্রিকেটাররা। বিরাটদের বিরুদ্ধে এই রাজস্থানের জার্সি বদলের বিশেষ কারণ রয়েছে। তা হল গোলাপি প্রতিশ্রুতির জন্য। শনি-রাতের ম্যাচে রাজস্থানের (Rajasthan Royals) মহিলাদের সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে সঞ্জুর টিম। ঘরের মাঠে টস জিতেছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু।

শুধু গোলাপি জার্সি পরে রাজস্থানের মহিলাদের সম্মান জানিয়েই শেষ করছে না রাজস্থান রয়্যালস শিবির। সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে পিঙ্ক আর্মি। তা হল, আজকের ম্যাচে যতগুলি ছয় মারবেন ক্রিকেটাররা, সেই অনুযায়ী রাজস্থান রয়্যালস টিমটির পক্ষ থেকে রাজস্থানের ছয়টি বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। জয়ের হ্যাটট্রিক করা রাজস্থান ভালো ছন্দে রয়েছে। জয়ের হ্যাটট্রিক করেছে। ফলে আজকের ম্যাচে আরসিবিকে হারিয়ে সেই জয়ের ধারা বজায় রাখতে চাইবে পিঙ্ক আর্মি।

টস জিতে পিঙ্ক আর্মির ক্যাপ্টেন সঞ্জু স্যামসন বলেন, ‘আমরা এই ফ্রেশ উইকেটে প্রথমে বোলিং করব। পেসারদের জন্য শুরুতে সুবিধা থাকবে। শিশিরের সুবিধেও পাব আশা করছি। টিমের ছেলেরা দায়িত্ব নিচ্ছে, ম্যাচ শেষ করছে। আমরা একাদশে তাই কোনও পরিবর্তন করছি না।’

আরসিবি ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি টসের পর বলেন, ‘আমরাও টস জিতলে প্রথমে ফিল্ডিং করতাম। উইকেট বেশ ভালো দেখাচ্ছে। মনে হচ্ছে দুটো ইনিংসে হয়তো একই উইকেট থাকবে। আমাদের ব্যাটিং লাইন আপে আজ একটাই পরিবর্তন। আমার জন্য সেটা হল টিমের ছেলেদের ভরসা দেওয়া। ধারাবাহিকতা দেখাতে পারছি না আমরা। আরও একটা সুযোগ পেলাম আমরা পরিস্থিতি ঠিক করার। আমরা ক্রিকেটারদের আসল ভূমিকা কী তা বোঝানোর চেষ্টা করছি। সকলে নিজের ভূমিকা ঠিকমতো পালন করতে পারেনি। সৌরভ চৌহানের আজ অভিষেক হচ্ছে। ওকে বেশি লোকজন চেনে না। ওর ব্যাটিং দক্ষতা বেশ ভালো। একটা শান্ত স্বভাবের ছেলে।’

রাজস্থান রয়্যালসের একাদশ – যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ড, আবেশ খান, নান্দ্রে বার্গার ও যুজবেন্দ্র চাহাল।

ইমপ্যাক্ট পরিবর্ত  — কুলদীপ সেন, শুভম দুবে, তনুষ কোটিয়ান, রোভম্যান পাওয়েল ও আবিদ মুস্তাক।

আরসিবি একাদশ: ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, সৌরভ চৌহান, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রিস টপলি, যশ দয়াল, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ।

ইমপ্যাক্ট পরিবর্ত — সূয়াশ প্রভুদেশাই, মহিপাল লোমরোর, হিমাংশু শর্মা, বিজয়কুমার বিশাখ, স্বপ্নিল সিং।

Next Article