IPL 2021: বিশ্বের এক নম্বর বোলারকে সই করাল রাজস্থান

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 26, 2021 | 9:10 AM

আরব দেশের স্লো পিচে ম্যাচ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন স্পিনাররা। তাই অজি পেস বোলারের বদলে প্রোটিয়া স্পিনার সই করার সঞ্জু স্যামসনের দল

IPL 2021: বিশ্বের এক নম্বর বোলারকে সই করাল রাজস্থান
IPL 2021: বিশ্বের এক নম্বর বোলারকে সই করাল রাজস্থান (সৌজন্যে-টুইটার)

Follow Us

জয়পুর: আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের জন্য বিশ্বের এক নম্বর টি-২০ (T-20) বোলার তাবরেইজ সামসিকে (Tabraiz Shamsi) সই করাল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাইয়ের (Andrew Tye) বদলি হিসেবে তাঁকে দলে নিল ভারতীয় ক্রিকেটের পিঙ্ক আর্মি। সামসিকে দলে নেওয়ায় আইপিএলের দলে দ্বিতীয় পরিবর্তন রাজস্থান। দক্ষিণ আফ্রিকান লেগস্পিনারকে টিমে নেওয়াটা ভালো দিক হিসেবেই দেখছেন সবাই।

অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ডু টাই ব্যক্তিগত কারণে আইপিএলের দ্বিতীয় অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জানিয়েছেন, অনেক ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। আপাতত টি-২০ বিশ্বকাপকে (T-20 World Cup) ফোকাস করছেন এবং সেটার প্রস্তুতিই শুরু করবেন।

৩১ বছরের সামসি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে টাইটানসের হয়ে খেলেন। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। টি-২০ ক্রিকেটে জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ৪৫ উইকেট নিয়েছেন সামসি। একদিনের ক্রিকেটে এই লেগ স্পিনারের উইকেট সংখ্যা ২৭। সাদা বল ফর্ম্যাটে সামসি অত্যন্ত সফল। বিশেষ করে টি-টোয়েন্টিতে। তাই সামসিকে নেওয়ার ক্ষেত্রে দেরি করেনি রাজস্থান।

আরব দেশের স্লো পিচে ম্যাচ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন স্পিনাররা। তাই অজি পেস বোলারের বদলে প্রোটিয়া স্পিনার সই করার সঞ্জু স্যামসনের দল। গত কয়েক বছরে সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের ফিরে পেতে মরিয়া সঞ্জু স্যামসনের দল। সাত ম্যাচ ছয় পয়েন্ট রাজস্থান রয়্যালসের। আইপিএলের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সঞ্জুরা। বোলারদের যেমন নিজেদের মেলে ধরতে হবে, তেমনই ব্যাটসম্যানদেরও দিতে হবে সেরাটা। রাজস্থান টিম ম্যানেজমেন্ট সাফল্যের আশাই রাখছে।

আরও পড়ুন: IPL : ঝোপে কি করছেন ধোনি?

Next Article