কলকাতা: ভারতীয় টিমে প্রতিযোগিতা এখন ভীষণই বেড়ে গিয়েছে। তরুণ তুর্কিরা একটা সুযোগ পেলেই নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠছেন। আবার কেউ কেউ রয়েছেন ইন্দোরের রজত পাতিদারের (Rajat Patidar) মতো। ২ টেস্ট পরেই যাঁর উপর আস্থা হারাতে পারে ভারতীয় টিম (Team India) ম্যানেজমেন্ট। বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজ মিস করায় তাঁর পরিবর্ত হিসেবে টিমে সুযোগ পেয়েছেন রজত পাতিদার। ভাইজ্যাগে টেস্ট অভিষেক হয়েছিল রজত পাতিদারের। অভিষেক টেস্টে দুই ইনিংসে ৩২ ও ৯ রান করেছিলেন। আর দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে শূন্য। এমন পারফরম্যান্স দিয়ে হয়তো রাঁচিতে ভারতের একাদশে জায়গা ধরে রাখতে পারবেন না রজত।
চতুর্থ টেস্টে টিমে ফিরবেন লোকেশ রাহুল। কারণ তৃতীয় টেস্টের আগে তিনি ৯০ শতাংশ ফিট ছিলেন। এমনটাই জানিয়েছিল বোর্ড। একইসঙ্গে টিমে রয়েছেন দেবদত্ত পাড়িক্কালের মতো প্রতিভাবান তরুণ ক্রিকেটার। ভারতের রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী। সেই দিক থেকে দেখতে হলে রজতকে ২টো সুযোগ দিয়েছে ভারতীয় টিম। কিন্তু তাতে তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি। বিশেষ করে রাজকোটে দ্বিতীয় ইনিংসে যে ভাবে আউট হয়েছেন রজত, তা বেশ অবাক করার মতো। রাজকোটের পিচে প্রত্যাশা মতো বল বাউন্স করেনি। সেখানেই ভুল করে বসেন রজত। ফলস্বরূপ শূন্যতা নিয়ে মাঠে ছাড়েন। এরই মাঝে শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার অন্দরে প্রতিযোগিতা এতটাই বেড়ে গিয়েছে যে রাঁচিতে হয়তো বাদ পড়তে পারেন রজত।
এখন ভারতীয় টিমে যেন ধারা হয়ে উঠেছে হয় পারফর্ম করো, নয় বেঞ্চে কাটাও। সরফরাজ খান, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলের মতো ক্রিকেটাররা প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করে চলেছেন। যার ফলে স্বাভাবিকভাবেই পারফরম্যান্সই দলে সুযোগ পাওয়ার মাপকাঠি হতে চলেছে। ডেবিউ টেস্টে সরফরাজ যে আগ্রাসী মেজাজে ব্যাটিং করেছেন, তাতে রাঁচিতে ভারতের একাদশে সুযোগ প্রায় নিশ্চিত করে ফেলেছেন। একইসঙ্গে রাজকোটে চরম ব্যর্থ হয়ে রজত হয়তো একাদশে জায়গা হারাবেন। এমনটাই বলছে ক্রিকেট মহল।