Ranji Trophy Final: ৩১-এ ক্যাচ মিস, নায়ারের বড় সেঞ্চুরিতে ‘করুণ’ অবস্থা কেরলের

Mar 01, 2025 | 6:09 PM

Ranji Trophy 2024-25 Final: সে সময় বিদর্ভের সেট ব্যাটার মাত্র ৩১ রানে ছিলেন। প্রথম ইনিংসে ৮৬-তে রান আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি।

Ranji Trophy Final: ৩১-এ ক্যাচ মিস, নায়ারের বড় সেঞ্চুরিতে করুণ অবস্থা কেরলের
Image Credit source: PTI

Follow Us

রঞ্জি ট্রফি ফাইনালে অ্যাডভান্টেজ বিদর্ভ। আপাতত যা পরিস্থিতি, বলা যায় ফের এক বার চ্যাম্পিয়ন হতে চলেছে তারা। ক্যাচ মিস করলে যে ফল ভুগত হবে, সেটা জানা কথা। হাতে গোনা কিছুক্ষেত্রেই রিকোভারি করা যায়। দীর্ঘ ফরম্যাটে রিকোভারি কঠিন। রঞ্জি ফাইনালের চতুর্থ দিন কেরলও সেই ভুলটাই করল। সে সময় বিদর্ভের সেট ব্যাটার মাত্র ৩১ রানে ছিলেন। প্রথম ইনিংসে ৮৬-তে রান আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি। সব ফরম্যাট মিলিয়ে মরসুমের নবম সেঞ্চুরি করুণের।

প্রথম বার রঞ্জি ট্রফি ফাইনালে উঠেছে কেরল। অন্য দিকে, প্রাক্তন চ্যাম্পিয়ন বিদর্ভ। প্রথম ইনিংসে ৩৭৯ রান করেছিল বিদর্ভ। সেঞ্চুরি করেছিলেন তরুণ ব্যাটার দানিশ মালেবর। জবাবে কেরল প্রথম ইনিংসে করে ৩৪২। ক্যাপ্টেন সচিন বেবি দুর্দান্ত খেলেছিলেন। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ায় এমনিতেই অ্যাডভান্টেজ ছিল বিদর্ভ। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ২৮৬ রানের বিশাল ব্যবধানে এগিয়ে। ম্যাচের এখনও একদিন বাকি।

দ্বিতীয় ইনিংসে কেরল অবশ্য দুর্দান্ত জায়গায় থাকতে পারত। শুরুতেই দুই ওপেনার পার্থ রেখাড়ে (১) ও ধ্রুব শোরের উইকেট তুলে নেন জলজ সাক্সেনা ও নিধেশ। চারে নামেন করুণ নায়ার। ব্যক্তিগত ৩১ রানে তাঁর ক্যাচ ফসকান অক্ষয় চন্দ্রণ। দিনের শেষে সেই করুণ নায়ার ১৩২ রানে অপরাজিত। দানিশ করেন ৭৩ রান। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হবে বিদর্ভ।