রঞ্জি ট্রফিতে পারফেক্ট টেন। হরিয়ানার পেসার অংশুল কম্বোজ এক ইনিংসেই নিলেন দশ উইকেট। রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এই নজির অংশুলের। রঞ্জি ট্রফির এ মরসুমে পঞ্চম রাউন্ডের ম্যাচ চলছে। লাহলিতে হরিয়ানা বনাম কেরল ম্যাচে এই নজির। লাহলির পিচে পেসাররা সুবিধা পেয়ে থাকেন। গ্রিন টপ। সুইং যেমন রয়েছে, তেমনই পেস-বাউন্সও। তৃতীয় দিন এই নজির গড়তে অংশুলের প্রয়োজন ছিল আর ২ উইকেট। মাত্র তিন ওভারের মধ্যেই বাকি ২ উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লেখান অংশুল কম্বোজ।
রঞ্জি ট্রফিতে এর আগে ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির ছিল বাংলার বাঁ পেসার প্রেমাংশ চট্টোপাধ্যায় ও রাজস্থানের প্রদীপ সুন্দরমের। প্রেমাংশু চট্টোপাধ্যায় ১৯৫৬-৫৭ রঞ্জি মরসুমে এই রেকর্ড গড়েছিলেন। এরপর ১৯৮৫-৮৬ মরসুমে রেকর্ডে নাম লেখান প্রদীপ সুন্দরম। ভারতীয় বোলারদের মধ্যে প্রথম শ্রেনির ক্রিকেটে পারফেক্ট টেন-এর রেকর্ড রয়েছে সুভাষ গুপ্তে (১৯৫৪-৫৫), অনিল কুম্বলে (১৯৯৮-৯৯) এবং দেবাশিস মোহান্তির (২০০০-০১)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হাতে গোনা ম্যাচ খেলেছিলেন অংশুল কম্বোজ। এরপর এ মরসুমে দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেন। সেটাই তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ভারত এ দলের হয়ে এমার্জিং এশিয়া কাপেও সুযোগ পেয়েছিলেন। সেখানেও অনবদ্য পারফর্ম করেন। এ বার রঞ্জি ট্রফিতে এলিট ক্লাবে অংশুল। কেরলের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিন শন রজারকে ফিরিয়ে এই রেকর্ড অংশুলের। সব মিলিয়ে ৩০.১ ওভারে ৯টি মেডেন, ৪৯ রান দিয়ে ১০ উইকেট নেন অংশুল।