Ranji Trophy Record: একাই দশ উইকেট! রঞ্জি ট্রফিতে ‘পারফেক্ট টেন’-এর রেকর্ড

Nov 15, 2024 | 12:53 PM

Ranji Trophy 2024-25, Anshul Kamboj: লাহলিতে হরিয়ানা বনাম কেরল ম্যাচে এই নজির। লাহলির পিচে পেসাররা সুবিধা পেয়ে থাকেন। গ্রিন টপ। সুইং যেমন রয়েছে, তেমনই পেস-বাউন্সও। তৃতীয় দিন এই নজির গড়তে অংশুলের প্রয়োজন ছিল আর ২ উইকেট। মাত্র তিন ওভারের মধ্যেই বাকি ২ উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লেখান অংশুল কম্বোজ।

Ranji Trophy Record: একাই দশ উইকেট! রঞ্জি ট্রফিতে পারফেক্ট টেন-এর রেকর্ড
Image Credit source: BCCI

Follow Us

রঞ্জি ট্রফিতে পারফেক্ট টেন। হরিয়ানার পেসার অংশুল কম্বোজ এক ইনিংসেই নিলেন দশ উইকেট। রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এই নজির অংশুলের। রঞ্জি ট্রফির এ মরসুমে পঞ্চম রাউন্ডের ম্যাচ চলছে। লাহলিতে হরিয়ানা বনাম কেরল ম্যাচে এই নজির। লাহলির পিচে পেসাররা সুবিধা পেয়ে থাকেন। গ্রিন টপ। সুইং যেমন রয়েছে, তেমনই পেস-বাউন্সও। তৃতীয় দিন এই নজির গড়তে অংশুলের প্রয়োজন ছিল আর ২ উইকেট। মাত্র তিন ওভারের মধ্যেই বাকি ২ উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লেখান অংশুল কম্বোজ।

রঞ্জি ট্রফিতে এর আগে ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির ছিল বাংলার বাঁ পেসার প্রেমাংশ চট্টোপাধ্যায় ও রাজস্থানের প্রদীপ সুন্দরমের। প্রেমাংশু চট্টোপাধ্যায় ১৯৫৬-৫৭ রঞ্জি মরসুমে এই রেকর্ড গড়েছিলেন। এরপর ১৯৮৫-৮৬ মরসুমে রেকর্ডে নাম লেখান প্রদীপ সুন্দরম। ভারতীয় বোলারদের মধ্যে প্রথম শ্রেনির ক্রিকেটে পারফেক্ট টেন-এর রেকর্ড রয়েছে সুভাষ গুপ্তে (১৯৫৪-৫৫), অনিল কুম্বলে (১৯৯৮-৯৯) এবং দেবাশিস মোহান্তির (২০০০-০১)।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হাতে গোনা ম্যাচ খেলেছিলেন অংশুল কম্বোজ। এরপর এ মরসুমে দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেন। সেটাই তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ভারত এ দলের হয়ে এমার্জিং এশিয়া কাপেও সুযোগ পেয়েছিলেন। সেখানেও অনবদ্য পারফর্ম করেন। এ বার রঞ্জি ট্রফিতে এলিট ক্লাবে অংশুল। কেরলের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিন শন রজারকে ফিরিয়ে এই রেকর্ড অংশুলের। সব মিলিয়ে ৩০.১ ওভারে ৯টি মেডেন, ৪৯ রান দিয়ে ১০ উইকেট নেন অংশুল।

Next Article