Shreyas Iyer: জাতীয় দল, আইপিএলে ‘ব্রাত্য’, রঞ্জি ট্রফিই সিঁড়ি! ফিরছেন শ্রেয়স আইয়ার…
জাতীয় দলে শ্রেয়স ব্রাত্য। আইপিএলেও আপাতত দলহীন। যেহেতু গত আইপিএলে নাইটদের চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, তাই কেকেআরের অনুরাগীরা ভেবেছিলেন পঁচিশের আইপিএলেও তাঁকে নাইট জার্সিতে দেখা যাবে। কিন্তু তা আপাতত হচ্ছে না। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফিই যেন সিঁড়ি!
কলকাতা: শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বর্তমান সময়টা কেমন কাটছে? বিগত কয়েকদিন ধরে তিনি আলোচনায়। ৩১ অক্টোবর আইপিএল (IPL) রিটেনশন তালিকা প্রকাশ হয়েছে। সেখানে কেকেআরের রিটেনশন তালিকায় ছিল না তাঁর নাম। এরপর ভারতীয় ক্রিকেটে মহলে প্রবল চর্চা হয়েছে শ্রেয়সকে নিয়ে। ফের একবার তিনি আলোচনায়। এ বার কারণ মুম্বই। না না, মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কিত কোনও কারণ নয়। জানা গিয়েছে, রঞ্জি ট্রফির (Ranji Trophy) জন্য মুম্বই ক্রিকেট টিমের স্কোয়াডে আবার ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার।
সম্প্রতি শ্রেয়স আইয়ারকে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাচ্ছিল। যদিও তিনি ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলেননি। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন। পরে জানা যায়, তাঁর কাঁধে চোট ছিল। এ বার শোনা গিয়েছে, সেই চোট সেরেছে। তা হলে কি আবার রঞ্জি ট্রফিতে ফিরতে চলেছেন শ্রেয়স? খবর তেমনটাই। ওড়িশার বিরুদ্ধে ৬ নভেম্বর থেকে শুরু হবে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের ম্যাচ। সব ঠিকঠাক থাকলে সেখানেই মুম্বইয়ের স্কোয়াডে ফিরতে চলেছেন শ্রেয়স।
জাতীয় দলে শ্রেয়স ব্রাত্য। আইপিএলেও আপাতত দলহীন। যেহেতু গত আইপিএলে নাইটদের চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, তাই কেকেআরের অনুরাগীরা ভেবেছিলেন পঁচিশের আইপিএলেও তাঁকে নাইট জার্সিতে দেখা যাবে। কিন্তু তা আপাতত হচ্ছে না। ১০ টিমের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ হতেই তা পরিষ্কার। তারপর সকলের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে, কেন তাঁকে রিটেন করল না কেকেআর? কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, শ্রেয়স কেকেআরের রিটেনশন তালিকায় প্রথম পছন্দের ক্রিকেটার ছিলেন। কিন্তু তিনি নিলামে নিজেকে পরখ করে দেখতে চান। তাই নাইট শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।