AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wriddhiman Saha-Virat Kohli: কোহলির কামব্যাক, ঋদ্ধির অবসর; রঞ্জির সপ্তম রাউন্ডে কোন ম্যাচ কোথায় দেখা যাবে?

Ranji Trophy 2024-25, Bengal vs Punjab: বিরাটের ফেরার ম্যাচে পরিকল্পনা বদলাতে হয়েছে ব্রডকাস্টারকেও। সপ্তম রাউন্ডের ম্যাচে খেলবেন লোকেশ রাহুলও। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নামছেন বিরাট-রাহুলরা।

Wriddhiman Saha-Virat Kohli: কোহলির কামব্যাক, ঋদ্ধির অবসর; রঞ্জির সপ্তম রাউন্ডে কোন ম্যাচ কোথায় দেখা যাবে?
Image Credit: PTI
| Updated on: Jan 29, 2025 | 6:03 PM
Share

দীর্ঘ এক দশক পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। দিল্লির ক্রিকেট প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। যদিও ১০ হাজার আসনই বরাদ্দ হয়েছে। বিরাট কোহলি রঞ্জি ট্রফিতে খেলবেন, উন্মাদনা হওয়াই স্বাভাবিক। তবে ঘরোয়া ক্রিকেটে মাঠে দর্শক আসনে বিধি নিষেধ থাকে। বিরাটের ফেরার ম্যাচে পরিকল্পনা বদলাতে হয়েছে ব্রডকাস্টারকেও। সপ্তম রাউন্ডের ম্যাচে খেলবেন লোকেশ রাহুলও। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নামছেন বিরাট-রাহুলরা।

একদিকে যখন প্রত্যাবর্তন, অন্য দিকে শেষের কবিতা। জাতীয় দল থেকে অনেক আগেই বাদ পড়েছিলেন। এ বার প্লেয়ার হিসেবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাতে চলেছেন। বিরাট কোহলি খেলবেন দিল্লির জার্সিতে। রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ। ইডেন গার্ডেন্সে নামছেন বাংলার অন্যতম সেরা কিপার-ব্যাটার। যিনি বিশ্বেরও অন্যতম সেরা। বিরাটের ক্যাপ্টেন্সিতে চোখ ধাঁধানো ক্যাচও রয়েছে। রঞ্জি ট্রফির সপ্তম রাউন্ডের ম্যাচে দিল্লির ম্যাচটি অবশ্য সম্প্রচারের পরিকল্পনা ছিল না। বিরাট ফিরতেই পরিকল্পনা বদলাতে হয়। আর কোন ম্যাচ কোথায় দেখা যাবে, রইল তথ্য।

রঞ্জি ট্রফি সপ্তম রাউন্ডের কোন ম্যাচ স্ট্রিমিং হবে?

কাল অর্থাৎ ৩০ জানুয়ারি শুরু হচ্ছে রঞ্জি ট্রফি সপ্তম রাউন্ডের ম্যাচ। এর মধ্যে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে দিল্লি বনাম রেলওয়েজ, বরোদা বনাম জম্মু-কাশ্মীর, কর্নাটক বনাম হরিয়ানা এবং বাংলা বনাম পঞ্জাব। অর্থাৎ বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহার খেলা দেখা যাবে।

টিভিতে কোন ম্যাচ দেখা যাবে?

চারটি ম্যাচ অনলাইন স্ট্রিমিং হলেও টেলিভিশনে দেখা যাবে মাত্র একটি ম্যাচ। সেটি দিল্লি বনাম রেলওয়েজ। অর্থাৎ বিরাট কোহলির ম্যাচটিই একমাত্র টেলিভিশনে দেখা যাবে। সম্প্রচার হবে স্পোর্টস ১৮ চ্য়ানেলে।