Shardul Thakur: রঞ্জি ফাইনালে ৩৭ বলে হাফসেঞ্চুরি, KKR-কে বার্তা অলরাউন্ডারের!

Mar 10, 2024 | 7:57 PM

Ranji Trophy 2024 Final: গত বছর ডিসেম্বরে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন। এর পর আর কোনও ফরম্যাটেই সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরাই লক্ষ্য শার্দূলের। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নজর। কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেইন না করলেও সমস্যা হয়নি। মিনি অকশনে তাঁকে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের আগে রঞ্জিতে নজর কাড়ছেন।

Shardul Thakur: রঞ্জি ফাইনালে ৩৭ বলে হাফসেঞ্চুরি, KKR-কে বার্তা অলরাউন্ডারের!
Image Credit source: PTI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে দুর্দান্ত ফর্মে শার্দূল ঠাকুর। জাতীয় দলে অটোমেটিক চয়েস নন। তবে বড় ধাক্কা লেগেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। তাঁকে রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স। রঞ্জি ট্রফিতে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে যেন নানা বার্তা দিচ্ছেন শার্দূল ঠাকুর। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে দল যখন বিপদে, সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শার্দূল ঠাকুর। এ বার ফাইনালের মঞ্চেও বিধ্বংসী ইনিংস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বছর ডিসেম্বরে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন শার্দূল ঠাকুর। এর পর আর কোনও ফরম্যাটেই সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরাই লক্ষ্য শার্দূলের। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নজর। কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেইন না করলেও সমস্যা হয়নি। মিনি অকশনে তাঁকে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের আগে রঞ্জিতে নজর কাড়ছেন।

রঞ্জি সেমিফাইনালে তামিলনাডুর বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন। দু-ইনিংস মিলিয়ে ৪টি উইকেটও নিয়েছিলেন। ফাইনালে মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ারের মতো তারকা ক্রিকেটাররা ব্যাট হাতে ব্যর্থ। ফাইনালের মঞ্চে ঝড় তুললেন শার্দূল ঠাকুর। মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। শেষ অবধি ৬৯ বলে ৭৫ রানের কার্যকরী এবং বিধ্বংসী ইনিংস। মুম্বই প্রথম ইনিংসে ২২৪ রান করে।

Next Article