IPL 2021: আফগানিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ করল তালিবানরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 20, 2021 | 5:31 PM

আইপিএল বন্ধ করার কারণ কী? তালিবানদের দাবি, আইপিএলে অ-মুসলিম জিনিস দেখানো হয়। যা তাদের ধর্মকে আঘাত করে। আইপিএলে চিয়ার লিডার, গ্যালারিতে মহিলা সমর্থকদের খেলা দেখা তালিবানদের কাছে নাকি ধর্মবিরোধী। তাদের মতে, মহিলারা আজীবন হিজাব পরে থাকবেন।

IPL 2021: আফগানিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ করল তালিবানরা
আফগানিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ তালিবানদের। ছবি: টুইটার

Follow Us

কাবুল: আইপিএল (IPL)চোদ্দর দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই। আইপিএলের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছেন সবাই। ভারতের বাইরে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জনপ্রিয়তা ব্যাপক। উপমহাদেশের সমস্ত জায়গাতেই মহা সমারোহে আইপিএল দেখেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু রাশিদ খান (Rashid Khan), মহম্মদ নবিদের (Mohammed Nabi) খেলা দেখতে পারবেন না আফগানরা।
জুলাইয়ের পর আফগানিস্তানের পরিস্থিতি একেবারে পাল্টে গিয়েছ। তালিবান শাসনে জেরবার সে দেশ। আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে। কেউ কেউ এখনও আটকে রয়েছেন সেখানে। পালাতে গিয়ে কারও কারও পরিণতি হয়ে মৃত্যু। মার্কিন সেনারা হাত তুলে নিয়েছেন। আফগানিস্তান জুড়ে এখন শুধুই বিষাদের সুর। তালিবানরা ক্ষমতায় আসার পর সে দেশে আইপিএল সম্প্রচারও বন্ধ হয়ে গিয়েছে। টিভি বা রেডিও কোথাও আইপিএল সম্প্রচারিত হবে না। জানিয়ে দিয়েছে তালিবানরা। ফলে আফগানদের ইচ্ছে থাকলেও রাশিদ খান, মহম্মদ নবিদের খেলা তারা দেখতে পারবেন না।
আইপিএল বন্ধ করার কারণ কী? তালিবানদের দাবি, আইপিএলে অ-মুসলিম জিনিস দেখানো হয়। যা তাদের ধর্মকে আঘাত করে। আইপিএলে চিয়ার লিডার, গ্যালারিতে মহিলা সমর্থকদের খেলা দেখা তালিবানদের কাছে নাকি ধর্মবিরোধী। তাদের মতে, মহিলারা আজীবন হিজাব পরে থাকবেন। এর বাইরে তাদের আসা চলবে না। এই কারণে আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে তারা।
আফগানিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ায় স্বভাবতই হতাশ হয়ে পড়েছেন রাশিদ খান, মহম্মদ নবি। দেশের এই পরিণতি তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না। রাশিদ খান এবং মহম্মদ নবি, দু’জনেই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে খেলেন।

 

আরও পড়ুন: Eden Gardens: জোড়া ধামাকার অপেক্ষায় নন্দনকানন

Next Article