Eden Gardens: জোড়া ধামাকার অপেক্ষায় নন্দনকানন
২১ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে কলকাতায়। ১২ ফেব্রুয়ারি ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। ভারত সফরে তিনটে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ও ২টো টেস্ট খেলবে নিউজিল্যান্ড।
কলকাতা: শীতের শহরে জোড়া ধামাকা। ২ বছর পর ক্রিকেটের নন্দনকাননে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ (International Match)। ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি (T-20) ম্যাচ। বিশ্বকাপের পরই ভারতে আসছে কিউইরা। সেই সফরেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। সামনের বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ আসছে ভারতে। সেই সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ হবে কলকাতায়।
২ বছর আগে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট আয়োজিত হয়েছিল ইডেন গার্ডেন্সে। এরপর ২০২০-র মার্চে দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা হয়নি। বাতিল হয়ে যায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। রোটেশন পদ্ধতিতে ইডেনের ম্যাচ পাওয়ার কথাই ছিল। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে, অনেকগুলো ম্যাচ পেত ক্রিকেটের নন্দনকানন। মরুশহরে বিশ্বকাপ সরে যাওয়ায় বাকি সিরিজের ম্যাচ পেতে আর অসুবিধে হয়নি ইডেন গার্ডেন্সের।
২১ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে কলকাতায়। ১২ ফেব্রুয়ারি ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। ভারত সফরে তিনটে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ও ২টো টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ভারত সফরে ৩টে একদিনের ম্যাচের সিরিজ আর ৩টে টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পরই ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। ২টো টেস্ট আর ৩টে টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। জুনে ভারত সফরে ৫টা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তবে ইডেনে জোড়া ম্যাচ হলেও দর্শক প্রবেশের অনুমতি মিলবে কিনা তা এখনও জানা যায়নি। কোভিড পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: IPL 2021: এ বার আইপিএল জিতবে আরসিবি, বিশ্বাস চাহালের