IPL 2021: এ বার আইপিএল জিতবে আরসিবি, বিশ্বাস চাহালের
রবিবার রাত থেকেই ক্রিকেট দুনিয়ায় যখন বিরাট-চর্চা চলছে, তখন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বলে দিচ্ছেন, ঘটনার স্রোত বইছে যে দিকে, তাতে তিনি নিশ্চিত, এ বারের আইপিএল জিতবে আরসিবিই (RCB)।
দুবাই: ক্যাপ্টেন বিরাট কোহলির (Virat Kohli) ‘লাস্ট ডেস্টিনেশন’ হয়ে গেল দুবাই! টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর ভারতীয় টিমের কুড়ি-বিশের অধিনায়কত্ব যে আর করবেন না, জানিয়ে দিয়েছেন কয়েক দিন আগেই। আইপিএলের (IPL) পরও আরসিবির (RCB) ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে না বিরাটকে। রবিবার রাত থেকেই ক্রিকেট দুনিয়ায় যখন বিরাট-চর্চা চলছে, তখন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বলে দিচ্ছেন, ঘটনার স্রোত বইছে যে দিকে, তাতে তিনি নিশ্চিত, এ বারের আইপিএল জিতবে আরসিবিই।
চাহাল বলেছেন, ‘এই মুহূর্তে ১০ পয়েন্ট রয়েছে আমাদের পকেটে। আমি নিশ্চিত আইপিএলের দ্বিতীয় পর্বটা আমরা জয় দিয়েই শুরু করব। সেই সঙ্গে এ বার প্রথম আইপিএল খেতাবটাও জিতব। করোনার কারণে আইপিএল মাঝপথে থেমে গেলেও বিসিসিআই কিন্তু প্রতি ক্রিকেটারকে তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা ঠিকঠাক করেছিল।’
ভারতীয় ক্রিকেটে গত এক দশক ধরে ধোনি বনাম বিরাট তত্ত্বে ভাগাভাগি হয়ে গিয়েছে। ধোনির ক্যাপ্টেন্সি ছাড়া, বিরাটের দায়িত্ব নেওয়ার পর যা ক্রমশ বাড়তে শুরু করেছিল। আজ তা-ই নিয়েই যেন সব বেশি চর্চা চলছে। মেন্টর হয়ে আবার টিমে ফিরছেন ধোনি। আর ক্যাপ্টেন বিরাটের ইনিংস শেষ হতে চলেছে।
চাহাল দু’জনের কাছেই একই রকম কৃতজ্ঞ। ধোনি প্রসঙ্গে যেমন বলেই দিচ্ছেন, ‘আইপিএলের প্রথম দফার ম্যাচে মাহিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। ও আমাকে ওয়ে তিল্লি বলে জড়িয়ে ধরেছিল। ওর সঙ্গে লম্বা কথা হয়েছিল আমার। ধোনিভাই এখনও একই রকম আছে। আমার বোলিং নিয়ে তখন কথা বলেছিলাম। ও আমাকে প্রচুর টিপস দিয়েছিল।’
আর ক্যাপ্টেন বিরাট কেমন? চাহালের মন্তব্য, ‘বিরাটভাই আরসিবির ক্যাপ্টেন হিসেবে যেমন, ভারতের ক্যাপ্টেন হিসেবেও তেমন। জয়ের খিদে, রানের আর্তি, সব একরকম। আমি খুব ভাগ্যবান যে, আরসিবি আর ভারতের হয়ে খেলার সময় ওকে ক্যাপ্টেন হিসেবে পেয়েছি।’