Rashid Khan: ২৬ মিটার দৌড়ে গিয়ে অনবদ্য ক্যাচ রশিদের, হতবাক বিরাট

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 08, 2023 | 8:19 AM

GT vs LSG, IPL 2023: রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে আইপিএলের ৫১তম ম্যাচটি খেলা হয়েছে। ম্যাচে আফগান ক্রিকেটার রশিদ খান তাঁর দুর্দান্ত ক্যাচের জন্য আলোচনায়।

Rashid Khan: ২৬ মিটার দৌড়ে গিয়ে অনবদ্য ক্যাচ রশিদের, হতবাক বিরাট
Image Credit source: Twitter

Follow Us

আমেদাবাদ: আফগানিস্তান ক্রিকেট দলের লেগ স্পিনার রশিদ খান (Rashid Khan) পরিচিত তাঁর বোলিংয়ের জন্য। তাঁর সামনে বিপক্ষের তাবড় ব্যাটাররাও হিমশিম খেয়ে যান। রশিদ যতটা ভালো বোলার, একই রকমভাবে দুর্দান্ত এক ফিল্ডার। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম তার সাক্ষী থাকল। লখনউ সুপার জায়ান্টসের (GT vs LSG) বিরুদ্ধে নিজের তো বটেই বোধহয় চলতি আইপিএলের (IPL 2023) সেরা ক্যাচ নিলেন রশিদ। আফগান স্পিনারের দুর্দান্ত ক্যাচ হতবাক করে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। তাঁর অবিশ্বাস্য ক্যাচের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইনস্টা স্টোরিতে রশিদের ক্যাচ নেওয়ার মুহূর্তের ছবি পোস্ট করে বাহবা জানিয়েছেন বিরাট কোহলিও। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

লখনউ সুপার জায়ান্টসের হয়ে গুজরাট টাইটান্সের ইনিংসের নবম ওভার করছিলেন মোহিত শর্মা। ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন কাইল মায়ার্স। মোহিত শর্ট ডেলিভারি দেন। ব্যাটের কানায় লেগে বলটি ডিপ স্কোয়ার লেগে ক্যাচ ওঠে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন রশিদ খান। অনেকটা এগিয়ে ছিলেন। প্রায় ২৬ মিটার দৌড়ে এসে ক্যাচটি ধরেন। যদিও শরীরের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। মাটিতে লুটিয়ে পড়লেও তালুবন্দী করে নন ক্যাচ। বলা যেতে পারে এই দারুণ ক্যাচ নিয়ে কাই মায়ার্সকে ফিরিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করলেন রশিদ। কারণ ম্যাচের চতুর্থ ওভারে মাত্র ২৫ রানে মায়ার্সকে ফেরানোর সুযোগ ছিল। কিন্তু সহজ ক্যাচ ছাড়েন রশিদ। জীবনদান পেয়েই গুজরাটের বোলারদের পেটাতে থাকেন মায়ার্স। শেষমেশ দুরন্ত ক্যাচে মায়ার্সকে সাজঘরের পথ দেখান।

রশিদের অনবদ্য ক্যাচের ফ্যান হয়ে গিয়েছেন বিরাট কোহলি। ইনস্টা পোস্টে ক্যাচ নেওয়ার মুহূর্তের ছবি ইনস্টা স্টোরিতে দেন বিরাট। সঙ্গে বার্তা, “আমার দেখা সেরা ক্যাচগুলির মধ্যে একটি। অসাধারণ রশিদ।” ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৭ রান তোলে গুজরাট। জবাবে ১৭১ রানে গুটিয়ে যায় লখনউ। রশিদ খানের ওই ক্যাচটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মায়ার্স ফিরতেই লখনউয়ের দ্রুত গতিতে রান তোলা থমকে যায়। ৫৬ রানে জয় গুজরাটের।

Next Article