মুম্বই: কিংবদন্তি সচিন তেন্ডুলকরের এক একটি রেকর্ড ভেঙে চলেছেন বিরাট কোহলি। বিশ্বকাপে ৩টি শতরান এসেছে কোহলির ব্যাটে। ১০ ম্যাচে ৭১১ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে বিরাট। ওডিআইতে সেঞ্চুরির রেকর্ডের দিক থেকে ইডেনে সচিনকে ছুঁয়েছিলেন বিরাট। এরপর মুম্বইয়ে সচিনকে টপকালেন কোহলি। হাউসফুল ওয়াংখেড়েতে সচিন তেন্ডুলকরের ওডিআইতে ৫০টি শতরানের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি (Virat Kohli)। সারা বিশ্ব বিরাট বন্দনায় ব্যস্ত। এর মাঝেই ভারতের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলে দিলেন, সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙার ক্ষমতাও রয়েছে বিরাটের। ঠিক কী বললেন বিরাটেরদের প্রাক্তন হেড স্যার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তার মধ্যে বিরাটের ব্যাটে ৫০টি শতরান এসেছে ওডিআইতে। ২৯টি সেঞ্চুরি টেস্টে এবং ১টি শতরান টি-টোয়েন্টি ফর্ম্যাটে। রবি শাস্ত্রীর মতে, যেভাবে বিরাট ওডিআইতে ৫০টি সেঞ্চুরি করে সচিনের রেকর্ড ভেঙেছেন, একইভাবে তিনি মাস্টার ব্লাস্টারের ১০০টি আন্তর্জাতিক শতরানের রেকর্ডও ভাঙতে পারবেন।
আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, ‘সচিন তেন্ডুলকর যখন ১০০ সেঞ্চুরি করেছিল, তখন কি কেউ ভাবতে পেরেছিল, যে কেউ এই রেকর্ডের কাছে পৌঁছবে? বিরাট ৮০-তে রয়েছে। ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মধ্যে ৫০টি এসেছে ওডিআইতে। যা ওকে সেরা স্তরে নিয়ে গিয়েছে। কোনও কিছুই অসম্ভব নয়। যখন এ ভাবে কেউ সেঞ্চুরি করে, তখন তারা দ্রুত রান তুলতে পারে। ওর পরের ১০টি ইনিংসে হয়তো আরও ৫টি শতরান আমরা দেখতে পাব।’
বিরাটের বয়স ৩৫ বছর। তিনি যতটা ফিট এখনও ৩-৪ বছর ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বিরাট, এমনটাই মনে করেন শাস্ত্রী। তাঁর কথায়, ‘ও ক্রিকেটের তিন ফর্ম্যাটেই খেলে। এখনও তিন-চার বছর হয়তো খেলা চালিয়ে যাবে ও। আমি মনে করি ও ক্রিজে থাকার সময় শরীরী ভাষা, ওর শান্ত থাকা প্রভাব ফেলেছে। আগের বিশ্বকাপে আমি ওকে দেখেছি। সেই রাগী ভাবটা নেই। ও নিজেকে সময় দিচ্ছে। ইনিংসের গভীরতা বুঝছে।’
কোহলির ব্যাটিং নিয়ে শাস্ত্রী বলেন, ‘বিরাটের ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য হল রানিং বিটুইন দ্য উইকেট। ওকে যে বাউন্ডারি আর ছক্কাই মারতে হবে তা নয়। ওর ফিটনেসের কারণে রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো। এটা ওর চাপ কমিয়ে দেয়। এমনকি ও বাউন্ডারি পায়া না, তখনও স্ট্রাইক রোটেট করে। প্রথম ১০-১৫ রানে ও শট নির্বাচনে সতর্ক থাকে। অতিরিক্ত ঝুঁকি নিচ্ছেই না। ডেলিভারি ছেড়েও দিচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করছে।’ বিরাটের ফিটনেস নিয়ে বরাবর আলোচনা হয়। বিশ্বকাপের সময় ফের একবার তা আলোচনার কেন্দ্রে। এ বার দেখার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে তিনি কেমন পারফর্ম করেন।