Ravichandran Ashwin, IPL 2022 Auction: অশ্বিনকে নিল রাজস্থান রয়্যালস

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 12, 2022 | 8:38 PM

Ravichandran Ashwin, Auction Price : আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)  ৫ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। সেখানে সাতটা মরসুম খেলার পর রাইজিং পুনে সুপারজায়েন্টে খেলতে চলে যান। ২০১৮ সালে আবার পঞ্জাব তাঁকে নিয়েছিলেন। সেখান থেকে ২০২০ সালে অশ্বিন খেলেছেন দিল্লি ক্যাপিটালসে।

Ravichandran Ashwin, IPL 2022 Auction: অশ্বিনকে নিল রাজস্থান রয়্যালস
ভারতের সিনিয়র অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (ছবি-বিসিসিআই টুইটার)

Follow Us

বেঙ্গালুরু: আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)  ৫ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) । কয়েক বছর আগে রবিচন্দ্রন অশ্বিন বনাম জস বাটলার এখনও ভুলতে পারেনি আইপিএল। ‘মানকড়’ আউট ঘিরে তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেটে। দু’জনের সম্পর্ক একেবারে তলানিতে চলে গিয়েছিল। একে অপরের সঙ্গে কথাও বলতেন না। সেই অশ্বিনই এখন বাটলারের সতীর্থ। আইপিএল নিলামেগতবার দিল্লিতে খেলা অফস্পিনারকে ৫ কোটি টাকায় তুলে নিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সাদা বলের ক্রিকেটে ভারতীয় টিম থেকে একটা সময় বাদ পড়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আবার ফিরেছেন টিমে। অশ্বিন যে নিজেকে আরও মেলে ধরতে চান রাজস্থানের হয়ে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। রাজস্থানও অভিজ্ঞ স্পিনারের পাশাপাশি একজন অলরাউন্ডার পেল।

 

আইপিএলে এক টিমে কখনওই এক টিমে খুব বেশি খেলেননি। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। সেখানে সাতটা মরসুম খেলার পর রাইজিং পুনে সুপারজায়েন্টে খেলতে চলে যান। ২০১৮ সালে আবার পঞ্জাব তাঁকে নিয়েছিলেন। সেখান থেকে ২০২০ সালে অশ্বিন খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। দু’মরসুম পর আবার রাজস্থানে এলেন। এর মধ্যে দিয়েই বোঝা যায়, আইপিএলের দুনিয়ায় অশ্বিনের গুরুত্ব অনেকখানি। সব টিমই তাঁকে পেতে চায়। সেই কারণেই কেরিয়ারের পঞ্চম টিমে খেলছেন তিনি।

 

 

 

গত মরসুমে দিল্লির হয়ে বেশ ছন্দেই ছিলেন অশ্বিন। ১৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। সেরা ছিল ২-২৭। আর সেই কারণেই অশ্বিনকে পাওয়ার জন্য শুরুতে ঝাঁপিয়েছিল দিল্লি। কিন্তু রাজস্থান তাঁকে নেওয়ার জন্য মরিয়া ছিল। শেষ পর্যন্ত রাজস্থানই পেল তাঁকে।

রবিচন্দ্রন অশ্বিনকে রাজস্থান কেনার পর বীরেন্দ্র সেওয়াগের মতো প্রাক্তন ক্রিকেটার মজা করে টুইট করেছেন, ‘অশ্বিন রাজস্থানে গেল। বাটলারের সঙ্গে এখন মানকড়ের পরিকল্পনা করবে।’ আকাশ চোপড় আবার লিখেছেন, ‘অশ্বিন আর বাটলার এখন একই টিমে। স্পিরিট অফ গেম নিয়ে আর আলোচনা করার দরকার নেই।’

 

আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।

 

 

 

আরও পড়ুন: Quinton de Kock, IPL 2022 Auction: ডি’কককে ৬.৭৫ কোটি টাকায় কিনল লখনউ সুপারজায়ান্টস

 

Next Article