Ravichandran Ashwin: ভারতকে জেতাতে রাজকোটে ফিরছেন অশ্বিন, স্বস্তির ঘোষণা

Feb 18, 2024 | 11:01 AM

IND vs ENG: ছেলে হিসেবে নিজের দায়িত্ব পালন করতে রাজকোট টেস্টের মাঝপথে বাড়ি ফিরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার দলের প্রয়োজনে আবার রাজকোটে ফিরছেন। তাঁর মা অসুস্থ হওয়ার কারণে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন অশ্বিন।

Ravichandran Ashwin: ভারতকে জেতাতে রাজকোটে ফিরছেন অশ্বিন, স্বস্তির ঘোষণা
রাজকোট টেস্টের মাঝে আবার টিমে ফিরছেন অশ্বিন, জানালেন তাঁর সতীর্থ।
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারতীয় দল তাঁর দ্বিতীয় পরিবার। যে কারণে টিমের প্রয়োজনে তড়িঘড়ি আবার রাজকোটে ফিরছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। রবি-সকালে রাজকোট টেস্টের (Test) চতুর্থ দিনের খেলা শুরুর আগে এমনটাই জানিয়েছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ছেলে হিসেবে নিজের দায়িত্ব পালন করতে রাজকোট টেস্টের মাঝপথে বাড়ি ফিরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার দলের প্রয়োজনে আবার রাজকোটে ফিরছেন। তাঁর মা অসুস্থ হওয়ার কারণে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন অশ্বিন। বোর্ড জানিয়ে দিয়েছিল, পারিবারিক এমার্জেন্সির কারণে রাজকোট টেস্টের মাঝপথে বাড়ি ফিরতে হয়েছে অশ্বিনকে। আপাতত রবি-সকালে ভারতীয় টিমে এল সুখবর।

রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট কেরিয়ারে ৫০০ উইকেট পূর্ণ হওয়ার পরই পরিবার থেকে খারাপ খবর এসেছিল। রাজকোটে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে দীনেশ কার্তিককে জিও সিনেমার এক ইন্টারভিউতে কুলদীপ যাদব বলেন, ‘আমি নিশ্চিত নই, কিন্তু অ্যাশ ভাই এমন একজন, যিনি ফিরবেন আমি আশা করি।’

বিসিসিআই এক বিবৃতিতে দিয়ে জানিয়ে দিয়েছে, রাজকোট টেস্টের চতুর্থ দিন টিমের সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন।

ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, রাজকোটে লাঞ্চ বিরতির মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন। আর তাতে স্বাভাবিকভাবেই ভারতের বোলিং বিভাগ শক্তিশালী হবে। উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিন কর্নাটকের ব্যাটার দেবদত্ত পাড়িক্কাল তাঁর পরিবর্ত হিসেবে ফিল্ডিং করেছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী, রবিচন্দ্রন অশ্বিন তৃতীয় টেস্ট চলাকালীন আর টিমে যোগ দিতে না পারলে তাঁর পরিবর্ত হিসেবে নামা দেবদত্ত পাড়িক্কাল ব্যাটিং বা বোলিং করতে পারতেন না। শুধু তিনি ফিল্ডিংই করতে পারতেন।

ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৩৭ রান করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবং ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। এ বার দেখার দ্বিতীয় ইনিংসে তিনি টিমে ফিরে কেমন পারফর্ম করেন।

Next Article