নাগপুর: বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে স্পিন জাদুতে অস্ট্রেলিয়াকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ঘূর্ণি জাদুতে ক্যাঙারুদের নিজের ইশারায় নাচিয়ে ছাড়লেন। একইসঙ্গে নাইট ওয়াচম্যান হিসেবে উপরের দিকে ব্যাটিংও করতে দেখা গেল তাঁকে। অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাডেজার বল পড়তেই পারলেন না অস্ট্রেলিয়ান ব্যাটাররা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হল আর শেষ। অশ্বিন-জাডেজাদের বিষাক্ত স্পিন দাপটে একশোর রানের আগেই প্যাভিলিয়নে ফিরল ১০ জন ব্যাটার। ম্যাচে ৮টি উইকেট নেওয়া অশ্বিন বললেন, আজকাল ভীষণ ঘাবড়ে থাকি। অজিদের হারিয়ে কেন এরকম বললেন অশ্বিন? তুলে ধরল TV9 Bangla।
লোকেশ রাহুল আউট হওয়ার পর নাইট ওয়াচম্যান হিসেবে অশ্বিন প্রথম ইনিংসে ব্যাট করেন। সেই বিষয়ে ম্যাচের পর বললেন, “আজকাল ভীষণ ঘাবড়ে থাকি। ব্যাটারদের ব্যাটে সংঘর্ষ করতে দেখি। আর সুযোগ পেলে উপরের দিকে ব্যাটিং করার তালে থাকি। আমার বন্ধু পূজারা বলেছিল, একজন নাইটওয়াচম্যান প্রয়োজন। ২০ মিনিট রয়েছে আমার কাছে। আমিও খুশি মনে সেই পরিস্থিতির ফায়দা তুলেছি।” অশ্বিনের মুখে আরও এক ‘রবি’ (রবীন্দ্র জাডেজা)-র প্রশংসা শোনা গেল ভরপুর। বললেন, “বোলিংয়ে ওর মতো পার্টনার পেয়ে আমি যারপরনাই খুশি।” ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ আটটি টেস্টে যুগ্মভাবে ৯৯টি উইকেট নিয়েছেন দুজনে। নাগপুর টেস্টে ৪০০ উইকেটের গণ্ডি ছুঁয়েছেন তামিলনাডুর অফস্পিনার।
এদিকে ম্যাচের পর অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকলেন অশ্বিন। মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় দর্শকাসন থেকে কেউ তাঁকে আন্না-ভাইয়া বলে ডাকেন। দক্ষিণী ভাষায় বড় ভাইকে আন্না বলা হয়, আবার ভাইয়া মানেও বড় ভাই। ওই দর্শকের ভুল শুধরে দিতে টুইট করে অশ্বিন লিখলেন, “আমি তোমাদের ভালোবাসায় আপ্লুত। তবে ছোট্ট একটা ভুল শুধরে দিলাম।” পোস্টের নীচে মজার মন্তব্যে ভরে গিয়েছে।