চেন্নাই: দক্ষিণ আফ্রিকার এক অনূর্ধ্ব ১৯ ক্রিকেট আর ইদানিং ক্রিকেটবিশ্বের নজরে। নাম ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। কিন্তু এই নামে তাকে চেনে ক জন? সে বরং বিখ্যাত হয়ে উঠেছে তার আদর্শ এবি ডে ভিলিয়ার্সের নামে। ক্রিকেটমহল তাকে চেনে ‘বেবি এবি’ (Baby AB) নামে। নিজের দুরন্ত ব্যাটিংয়ের ছন্দে সবার মন জিতে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। অবিকল যেন দ্বিতীয় এবি। সামনেই আইপিএলের নিলাম (IPL Auction)। এই বেবি এবি কে নিয়ে কতটা আগ্রহ দেখাবে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি? খুব একটা আশা দেখছেন না ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। নিজের ইউটিউব চ্যানেলে এই নিয়ে যুক্তিও পেশ করেছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) তাক লাগিয়ে দিলেও এবারের আইপিএলে হয়তো দল পাবেন না তরুণ এই ক্রিকেটার।
কিন্তু কেন এমনটা মনে হচ্ছে অশ্বিনের? নিজের ইউটিউব ভিডিওতে ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে নিজের আশার কথাই শুনিয়েছেন তিনি। তা হলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কে নিয়ে নয় কেন? অশ্বিনের যুক্তি “এক একটি দলে ৮ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যায়। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি চায় এই আট জন যেন পরীক্ষিত ক্রিকেটার হন। তরুণ ভারতীয় ক্রিকেটারদের দলে রাখলেও, বিদেশি তরুণ ক্রিকেটারদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম থাকে।” এই কারণেই বেবি এবি যতই ক্রিকেট মহলে খবরের শিরোনামে থাকুন না কেন, তাঁকে অন্ততবারের আইপিএলে দেখতে পাচ্ছেন না রবীচন্দ্রন।
অশ্বিনের যুক্তি একেবারে ভুল নয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে কোনও বিদেশি ক্রিকেটারকে এর আগে আইপিএলে খুব বেশি দেখা যায়নি। ব্যতিক্রম যদিও তিনটি নাম। আফগান স্পিনার রশিদ খান ও মুজিবুর রহমান এবং দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’কক। মুজিব ও রশিদ শুরু থেকেই মোটামুটি সাফল্য পেলেও, কুইন্টন ডি’ককের সাফল্যের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ডিওয়াল্ড ব্রেভিস নিজেই জানিয়েছেন তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ফ্যান। আরসিবি কি এই প্রোটিয়া ক্রিকেটারকে পেতে উৎসাহ দেখাবে? ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখ পাওয়া যাবে এর উত্তর।
আরও পড়ুন: IPL 2022: ভারতেই হতে চলেছে আইপিএল, দর্শকদের জন্যও সুখবর