T20 World Cup 2024: অশ্বিনের দুই মেয়ের ক্রিকেট জ্ঞান তুখোড়, প্রমাণ চান? রইল ভিডিয়ো

May 31, 2024 | 5:46 PM

Watch Video: টিম ইন্ডিয়ার সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ এবং তাঁদের দুই মেয়েকে প্রায়শই মাঠে দেখা যায়। অশ্বিনকে সমর্থন করতে ঠিক পৌঁছে যান প্রীতি ও তাঁদের দুই মেয়ে। সামনেই টি-২০ বিশ্বকাপ। এ বার তাই দুই মেয়েকে বিশ্বকাপ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করলেন অশ্বিন।

T20 World Cup 2024: অশ্বিনের দুই মেয়ের ক্রিকেট জ্ঞান তুখোড়, প্রমাণ চান? রইল ভিডিয়ো
অশ্বিনের দুই মেয়ের ক্রিকেট জ্ঞান তুখোড়, প্রমাণ চান? রইল ভিডিয়ো

Follow Us

কলকাতা: ক্রিকেটের রুল-বুক পড়াশুনা করে থাকেন সকল ক্রিকেটারই। ভারতীয় সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) তো ক্রিকেটের রুল-বুক যেন মুখস্থ। তাঁর দুই মেয়েরও ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। এ বার তারই এক প্রমাণ পাওয়া গেল। নিজের ইন্সটাগ্রামে রবি অশ্বিন এক ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তাঁর দুই মেয়ে আকিরা ও আধ্যার সঙ্গে এক কুইজ সেশন করতে দেখা যায় অশ্বিনকে। কুইজে সফল হলেন অশ্বিনের দুই কন্যা?

টিম ইন্ডিয়ার সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ এবং তাঁদের দুই মেয়েকে প্রায়শই মাঠে দেখা যায়। অশ্বিনকে সমর্থন করতে ঠিক পৌঁছে যান প্রীতি ও তাঁদের দুই মেয়ে। সামনেই টি-২০ বিশ্বকাপ। এ বার তাই দুই মেয়েকে বিশ্বকাপ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করলেন অশ্বিন। আর সেটাই ভিডিয়ো বানিয়ে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অশ্বিন।

দুই মেয়েকে নিয়ে অশ্বিনের শেয়ার করা ভিডিয়োর শুরুতে ভারতীয় তারকাকে বলতে শোনা যায়, তোমরা কুইজের জন্য তৈরি তো? তাঁর দুই মেয়ে জানায়, তারা তৈরি। এরপর অশ্বিন বলেন, যেহেতু সামনেই টি-২০ বিশ্বকাপ। তাই কুইজটা হবে টি-২০ বিশ্বকাপ কেন্দ্রিক। প্রথমেই অশ্বিন দুই মেয়েকে প্রশ্ন করেন, কোথায় এ বারের বিশ্বকাপ হবে? উত্তরে অশ্বিনের দুই মেয়ে বলে, আমেরিকা ও ক্যারিবিয়ান দীপপুঞ্জ। অশ্বিনের পরের প্রশ্ন, ওয়েস্ট ইন্ডিজ টিমের ক্যাপ্টেন কে? এর উত্তরে একসঙ্গে অশ্বিনের মেয়েরা বলে, রোভম্যান পাওয়েল। অ্যাশের পরবর্তী প্রশ্ন, ভারতের হেড কোচ কে? তাঁর মেয়েরা সঠিক উত্তর জিয়ে রাহুল দ্রাবিড়ের নাম বলে। এর আগে কতগুলো টি-২০ বিশ্বকাপ হয়েছে? সেই প্রশ্নও মেয়েদের করেন অশ্বিন। তাঁর মেয়েরা জানায়, ৮টি। শিমরন হেটমায়ার কোন টিমের হয়ে বিশ্বকাপে খেলেন? এটি ছিল অশ্বিনের পরের প্রশ্ন। সঠিক উত্তর দেন তাঁর মেয়েরা।

একের পর এক প্রশ্নের উত্তর হাসতে হাসতে সঠিক দিতে থাকে রবিচন্দ্রন অশ্বিনের দুই মেয়ে। শুধু তারা বলতে পারেনি ভারত-পাকিস্তান ম্যাচ আমেরিকার কোন জায়গায় হবে। তা ছাড়া সব প্রশ্নের সঠিক উত্তরই দিয়েছে অশ্বিনের দুই কন্যা। ওই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিন ও প্রীতি নায়ারণের বড় মেয়ে আকিরা অশ্বিন। তার জন্ম ২০১৫ সালে। এরপর রবি অশ্বিনের দ্বিতীয় মেয়ে আধ্যা অশ্বিনের জন্ম ২০১৬ সালে।

 

Next Article