Ravindra Jadeja: বাবার অভিযোগে বিদ্ধ জাডেজা স্ত্রীকে দিলেন ম্যাচের সেরার পুরস্কার

Feb 19, 2024 | 2:00 PM

India vs England: নিজের পাড়ায় সেঞ্চুরির পাশাপাশি মোট ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে ভরেছেন জাড্ডু। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ভাইজ্যাগ টেস্টে (Test) খেলা হয়নি জাডেজার। বিশাখাপত্তনম টেস্টের পর জাডেজা রিহ্যাবে ছিলেন। তারপর রাজকোটে ফিরেই রবীন্দ্রর রাজ দেখেছে ক্রিকেট প্রেমীরা।

Ravindra Jadeja: বাবার অভিযোগে বিদ্ধ জাডেজা স্ত্রীকে দিলেন ম্যাচের সেরার পুরস্কার
Ravindra Jadeja: বাবার অভিযোগে বিদ্ধ জাডেজা স্ত্রীকে দিলেন ম্যাচের সেরার পুরস্কার
Image Credit source: X

Follow Us

কলকাতা: রাজকোটে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) যে রাজ করবেন, তেমনটা প্রত্যাশিত ছিল। হলও সেটাই। রাজকোট জাডেজার ঘরের মাঠ। নিজের পাড়ায় সেঞ্চুরির পাশাপাশি মোট ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে ভরেছেন জাড্ডু। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ভাইজ্যাগ টেস্টে (Test) খেলা হয়নি জাডেজার। বিশাখাপত্তনম টেস্টের পর জাডেজা রিহ্যাবে ছিলেন। তারপর রাজকোটে ফিরেই রবীন্দ্রর রাজ দেখেছে ক্রিকেট প্রেমীরা। ম্যাচের শেষে জাডেজা সেরার পুরস্কার উৎসর্গ করেছেন স্ত্রী রিভাবাকে। কয়েকদিন আগেই জাডেজার পারিবারিক জটিলতা নিয়ে প্রকাশ্যে আলোচনা চলছিল। সেই সব সামলে ম্যাচের সেরার পুরস্কার স্ত্রীকেই দিলেন জাডেজা।

কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল জাডেজার বাবার এক সাক্ষাৎকার। যেখানে ভারতীয় অলরাউন্ডারের বাবা বলেছিলেন, বউমা রিভাবা সংসারে অশান্তি বাড়িয়েছেন। ছেলের উপর জাদু করেছেন। রিভাবার জন্যই জাডেজা তাঁর বাবার সঙ্গে থাকেন না। জাডেজা ও রিভাবার বিয়ের পর থেকেই তাঁদের বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। নাতনির সঙ্গে দেখা করতে পারেন না জাডেজার বাবা। দুঃখে কষ্টে জাডেজার বাবা এও বলেছিলেন, এত পরিশ্রম করে ছেলেকে ক্রিকেটার না বানালেই হয়তো ভালো হত। এমন এক ঝাঁক অভিযোগের ডালি সামনে এনেছিলেন রবীন্দ্র জাডেজার বাবা অনিরুদ্ধ সিং। অবশ্য জাডেজা জানিয়েছিলেন, একতরফা ও মিথ্যে সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। ভারতীয় অলরাউন্ডার জানিয়েছিলেন, তাঁর স্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন বার্তা ছড়ানো হচ্ছে।

এই সবের মাঝেও জাডেজা তাঁর স্ত্রীকেই ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করেছেন। স্ত্রী রিভাবা সব সময় জাডেজার পাশে থাকেন। রাজকোট টেস্টের শেষে জাডেজা বলেন, ‘দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার অনুভূতিটা অসাধারণ। এবং এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার অনুভূতিও দারুণ। এটা আমার ঘরের মাঠ, সেখানে ম্যান অব দ্য ম্যাচ ভীষণ স্পেশাল। আমি এই পুরস্কার আমার স্ত্রীকে উৎসর্গ করছি। ও আমাকে বরাবর আত্মবিশ্বাস জুগিয়েছে।’

Next Article