মুম্বই: আইপিএলে (IPL 2022) এক নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারতীয় অলরাউন্ডার ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ক্যাপ্টেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শনিবার সানরাইডার্স হায়দরাবাদের বিরুদ্ধে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নিজের ১৫০তম আইপিএল ম্যাচ খেলতে নামবেন রবীন্দ্র জাদেজা। জাড্ডুর আগে চেন্নাই সুপার কিংসের দুজন ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করেছেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও সুরেশ রায়না (Suresh Raina)। ধোনি এখনও পর্যন্ত ২১৭টি ম্যাচ খেলেছেন আইপিএলে। রায়না খেলেছেন ২০০টি ম্যাচ। ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসে খেলা শুরু করেন জেদাজে। তারপর থেকে তিনি আছেন চেন্নাইয়ে। মাঝে যখন চেন্নাই নির্বাসত ছিল সেই সময়টায় গুজরাত লায়ন্সের হয়ে দুবছর মাঠে নেমেছিলেন জাদেজা। প্রথম বছর স্যার জাদেজা আইপিএল খেলেছিলেন শেন ওয়ার্নের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালসের হয়ে।
এ বারের টুর্নামেন্টে বাড়তি দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন জাদেজা। ধোনির থেকে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। কিন্তু টুর্নামেন্টের অন্যতম সফল দল এ বার এখনও জয়ের মুখ দেখতে পারেনি। দলে চাপা টেনশন নিশ্চই আছে। কিন্তু এর মাঝেই দলকে হালকা মেজাজে রাখতে টিম হোটেলে সুইমিং পুলের ধারে বাস্কেটবলে মাতলেন জাদেজা। নেটে দিকে না তাকিয়ে বল নেটে পাঠালেন। নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে পোস্ট করেছেন জাদেজা।
— Ravindrasinh jadeja (@imjadeja) April 7, 2022
জাড্ডুর এই পোস্ট দেখে, তাঁর কিছু ভক্ত যেমন উচ্ছ্বসিত, সেখানে কিছু ভক্ত দলের হতাশা জনক পারফরম্যান্সের জন্য বাস্কেটবল ছেড়ে ক্রিকেটে মন দেওয়ার কথা বলেছেন জাদেজাকে।
চেন্নাই সুপার কিংসের সেরা খেলোয়াড়দের একজন রবীন্দ্র জাদেজা। দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ১৪৯ ম্যাচে ১১০টি উইকেট নিয়েছেন জাড্ডু। পাশাপাশি ব্যাট হাতে ১৫২৩ রানও করেছেন হলুদ জার্সিতে। ধোনির মতই জাদেজাও এখন চেন্নাইয়ের ঘরের ছেলে। জাদেজা নিজেও বলেন চেন্নাই ছাড়া আর কোনও দলের হয়ে খেলতে চান না তিনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব পাওয়ার পরে বলেছিলেন, “সিএসকে আমার কাছে সবকিছু। আমার বাড়ি। ১০ বছর ধরে এই দলটার সঙ্গে যুক্ত আমি। আগামীতেও আমি চেন্নাই ছাড়া অন্য কোনও দলের হয়ে খেলতে চাই না।”
আরও পড়ুন: IPL 2022: দলকে চরম বার্তা রোহিত শর্মার