বেঙ্গালুরু: আইপিএলে ফের একবার ম্যাচ গড়াপেটার ছায়া! সবে টুর্নামেন্টের ২৫টি ম্যাচ হয়েছে। তারই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (IPL 2023) বুকিদের উঁকিঝুঁকি, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব! যার সঙ্গে জড়িয়ে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা পেসার মহম্মদ সিরাজ। বিরাট কোহলিদের দলের এই পেসারের কাছে গিয়েছে মোটা টাকার প্রস্তাব। গড়াপেটার প্রস্তাব পেতেই কালবিলম্ব করেননি সিরাজ (Mohammed Siraj)। ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যান্টি কোরাপশন ইউনিটের (ACU) গোচরে এনেছেন বিষয়টি। কোটিপতি লিগে ফের একবার গড়াপেটার গন্ধ পেতেই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী শাখা। জানা গিয়েছে, মহম্মদ সিরাজকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া ব্যক্তি কোনও বুকি নয়। তাহলে কে? বোর্ডকেই বা কী জানিয়েছেন সিরাজ? বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, আইপিএলের সময় জুয়া খেলার নেশায় হায়দরাবাদের এক বাস ড্রাইভার সব টাকা খুইয়ে ফেলে। এরপর মহম্মদ সিরাজের সঙ্গে যোগাযোগ করে সে। সিরাজকে অর্থের লোভ দেখিয়ে সে জানায়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের অন্দরের খবর জানালে মোটা টাকা দেওয়া হবে তাঁকে। সঙ্গে সঙ্গে বিষয়টি বোর্ডকে জানান সিরাজ। বোর্ডে অ্যান্টি কোরাপশন ইউনিট তদন্ত শুরু করে। ওই ড্রাইভারকে নাকি ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। বোর্ডের এক সিনিয়র কর্তা বলেছেন, “সিরাজের সঙ্গে যোগাযোগ করা ওই ব্যক্তি কোনও বুকি নয়। হায়দরাবাদের এক ড্রাইভার। ম্যাচের সময় জুয়া খেলে। জুয়ায় টাকা খুইয়ে সিরাজের সঙ্গে যোগাযোগ করেছিল সে। সিরাজ বোর্ডের কাছে সবটা জানিয়েছে।”
২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার মতো কলঙ্ক গায়ে লেগেছিল। গ্রেফতার হয়েছিলেন এস শ্রীসন্থ, অঙ্কিত চৌহান এবং অজিত চান্ডিলা। একইসঙ্গে গ্রেফতার হন চেন্নাই সুপার কিংস টিমের কর্তা গুরুনাথ মিয়াঁপ্পন। তারপর থেকে আইপিএলের সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যান্টি কোরাপশন ইউনিট অতিরিক্ত সতর্ক থাকে। বর্তমানে আইপিএলের প্রতিটি দলের সঙ্গেই থাকেন বোর্ডের দুর্নীতি বিরোধী বিভাগের একজন আধিকারিক। ক্রিকেটাররা যে হোটেলে থাকেন ওই আধিকারিকও সেখানেই থাকেন। ক্রিকেটারদের গতিবিধির উপর নজর রাখাই তাঁর কাজ।