হায়দরাবাদ : ঠিক ১৪৯০ দিন পর বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে এল আইপিএল সেঞ্চুরি। টেস্ট, টি-২০ ও ওডিআই ফর্ম্যাটে শতরানের পর এ বার আইপিএলেও (IPL) সেঞ্চুরির খরা কাটল কোহলির। এর আগে ২০১৯ সালে শেষ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন কিং কোহলি। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে বিরাটের শতরানটি তাঁর আইপিএল কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। চলতি আইপিএলে আরসিবির একাধিক ম্যাচে বিরাট কোহলিকে সমর্থন করার জন্য গ্যালারিতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। যদিও হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবির মরণ-বাঁচন ম্যাচে উপ্পল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না অনুষ্কা। তবে কোহলি নিজের বিশেষ দিনে, সেঞ্চুরি করার পরই মাঠ থেকেই ভিডিয়ো কল করেন স্ত্রী অনুষ্কাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। হায়দরাবাদ বনাম আরিসিবি ম্যাচের শেষে ইন্সটাগ্রাম স্টোরিতে বিরাটকে প্রশংসায় ভরিয়েছেন অনুষ্কাও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Virat Kohli on a video call with Anushka Sharma after the match
The most beautiful moment! pic.twitter.com/3xoQILaMFF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 18, 2023
হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করে বিরাট কোহলি ছুঁয়ে ফেলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড। বিরাট ও গেইলের আইপিএল শতরানের সংখ্যা বর্তমান ৬টি। রানমেশিন কোহলি হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি কররা পরই মাঠ থেকে ভিডিয়ো কল করেন স্ত্রী অনুষ্কা শর্মাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো-ছবিতে দু’জনকে হাসিমুখে কথা বলতে দেখা গিয়েছে।
শুধু তাই নয়। বিরাটের প্রশংসা করে ইন্সটাগ্রাম স্টোরিতে তাঁর ছবির কোলাজ শেয়ার করে একটি বোমার ইমোজি দিয়ে অনুষ্কা লেখেন, ‘ও হল ধামাকা। অসাধারণ ইনিংস।’ সঙ্গে ছিল একটি লাল হৃদয়ের ইমোজিও।
Anushka Sharma’s Instagram story for King Kohli. pic.twitter.com/fViaY0H9Un
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 18, 2023
বিরাটের অনবদ্য ইনিংসের পর মাঠ থেকে তাঁর অনুষ্কাকে ভিডিয়ো কল করা দেখে নেটিজ়েনরা ফের বিরুষ্কা জুটির কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা শুরু করেছেন। প্রসঙ্গত, সেঞ্চুরি হাঁকিয়ে হায়দরাবাদ বনাম আরসিবি ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি। একইসঙ্গে আইপিএলের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বিরাটের।