RCB vs DC Highlights, IPL 2023: ২৩ রানে জয়ী আরিসিবি, হারের হ্যাটট্রিক এড়ালেন বিরাটরা
Royal Challengers Bangalore vs Delhi Capitals, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
বেঙ্গালুরু: শনিবাসরীয় আইপিএলের (IPL 2023) ডাবল হেডারের প্রথম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস (DC)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছিল আরসিবিকে। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে আরসিবি। ঘরের মাঠে হাফসেঞ্চুরি করেন বিরাট। চিন্নাস্বামীতে আজ আইপিএলে আড়াই হাজার রানের রেকর্ড পূর্ণ করেছেন বিরাট। দিল্লির টার্গেট ছিল ১৭৫। রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দিল্লি। চলতি আইপিএলে সবচেয়ে খারাপ দশা ডেভিড ওয়ার্নারের দলের। নির্ধারিত ২০ ওভার অবধি ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে দিল্লি। ফলে ২৩ রানে ম্যাচ জিতে নিল আরসিবি। TV9Bangla Sports এর এই লাইভব্লগের হাইলাইটসে দেখুন আরসিবি-দিল্লি ম্যাচের খুঁটিনাটি তথ্য।
Key Events
ঘরের মাঠে হাফসেঞ্চুরি করেছেন বিরাট। নিয়েছেন ৩টি ক্যাচও। তাই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট।
দিল্লির সামনে টার্গেট ছিল ১৭৫ রানের। নির্ধারিত ২০ ওভার অবধি ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে দিল্লি। ২৩ রানে জয়ী আরসিবি।
LIVE Cricket Score & Updates
-
ঘরের মাঠে জয় আরসিবির
হারের হ্যাটট্রিক এড়াল আরসিবি। চিন্নাস্বামীতে ২৩ রানে জিতলেন বিরাট কোহলিরা। টানা ৫ ম্যাচে হারল দিল্লি ক্যাপিটালস।
-
দিল্লির ইনিংস বাকি ২ ওভারের
১৬তম আইপিএলে প্রথম জয়ের জন্য ১২ বলে ৪৫ রান তুলতে হবে দিল্লিকে।
-
-
আমন আউট
আমন খানের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নিলেন বিরাট কোহলি।
-
ললিত আউট
৪ রান করে মাঠ ছাড়লেন ললিত যাদব। দিল্লির অষ্টম উইকেট তুলে নিলেন বিজয়কুমার বিশাখ।
-
মনীশ ফিরলেন সাজঘরে
‘ঘরের মাঠে’ হাফসেঞ্চুরির পরই আউট হলেন মনীশ পান্ডে। ওয়ানিন্দু হাসারঙ্গা ও দীনেশ কার্তিক ডিআরএস নেওয়ার আবেদন জানান ডু’প্লেসিকে। রিভিউ নিয়ে সফল হয় আরসিবি। ৩৮ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন মনীশ।
-
-
মনীশের হাফসেঞ্চুরি
‘ঘরের মাঠে’ ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মনীশ পান্ডে।
-
অক্ষর আউট
অক্ষর প্যাটেলের উইকেট তুলে নিলেন বিজয়কুমার বিশাখ। ১৪ বলে ২১ রান করে মাঠ ছাড়লেন অক্ষর। ক্যাচ মহম্মদ সিরাজের।
-
ইনিংসের মাঝপথে দিল্লি
ইনিংসের মাঝপথে দিল্লির স্কোর ৫ উইকেটে ৫৭। জিততে হলে দিল্লিকে এখনও তুলতে হবে ৬০ বলে ১১৮ রান।
-
অভিষেক আউট
অভিষেক পোড়েলকে ফেরালেন হর্ষল প্যাটেল। পঞ্চম ধাক্কা খেল দিল্লি। ৮ বলে ৫ রান করে মাঠ ছাড়লেন অভিষেক।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে সফল আরসিবি। প্রথম ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে দিল্লি।
-
ওয়ার্নার আউট
১৯ রান করে মাঠ ছাড়লেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বিজয়কুমার বিশাখ প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছেন। প্রথম ওভারে বল করতে এসেই নিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট।
-
যশ ফিরলেন ড্রেসিংরুমে
মহম্মদ সিরাজ তুলে নিলেন যশ ধুলের উইকেট। তৃতীয় ওভার শুরু হতে না হতেই তৃতীয় উইকেট হারিয়ে ফেলল দিল্লি। দলগত ৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে ফেলল দিল্লি।
-
মিচেল মার্শ আউট
ওয়েন পার্নেল তুলে নিলেন মিচেল মার্শের উইকেট। কোনও রান না করেই মাঠ ছাড়লেন মার্শ। ক্যাচ নিতে কোনও ভুল করেননি বিরাট কোহলি।
-
রান আউট পৃথ্বী শ
এক ইমপ্যাক্ট প্লেয়ার নিলেন আর এক ইমপ্যাক্ট প্লেয়ারের উইকেট।অনুজ রাওয়াতের নিখুঁত থ্রো। রান আউট হলেন পৃথ্বী শ। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন পৃথ্বী।
-
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন পৃথ্বী
রান তাড়া করতে নামল দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দলের টার্গেট ১৭৫। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন পৃথ্বী শ। ওপেনিংয়ে পৃথ্বীর সঙ্গে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
-
আরসিবির ইনিংস শেষ
- টস হেরে প্রথমে ব্যাটিং করল আরসিবি।
- নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে আরসিবি।
- দিল্লির টার্গেট ১৭৫।
- আরসিবির হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি (৫০)।
- ২টি করে উইকেট নিয়েছেন মিচেল মার্শ ও কুলদীপ যাদব।
-
আরিসিবির ইনিংস বাকি ৫ ওভারের
১৫ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ১৩৪। ক্রিজে অনুজ রাওয়াত ও শাহবাজ আহমেদ।
-
ডিকে আউট
গোল্ডেন ডাক হয়ে মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক
-
ম্যাক্সওয়েল আউট
গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব
-
মহিপাল আউট
মহিপাল লোমরোরের উইকেট তুলে নিলেন মিচেল মার্শ। তৃতীয় উইকেট হারাল আরসিবি।
-
কোহলি আউট
হাফসেঞ্চুরির পরের বলেই আউট হলেন বিরাট কোহলি। ললিত যাদব তুলে নিলেন বিরাটের উইকেট। ক্যাচ নিলেন যশ ধুল। ৩৪ বলে ৫০ রান করে মাঠ ছাড়লেন ভিকে।
-
আরসিবির ১০ ওভারের খেলা শেষ
আরসিবির ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। ইনিংসের মাঝপথে আরসিবির রান ১ উইকেটে ৮৯।
-
বিরাটের হাফসেঞ্চুরি
৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। এটি ভিকের ৪৭তম আইপিএল হাফসেঞ্চুরি।
-
আরসিবির দলগত ৫০ রান পূর্ণ
৬.৫ ওভারে আরসিবির দলগত ৫০ রান পূর্ণ হল।
-
পাওয়ার প্লে শেষ
- আরসিবির ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ।
- পাওয়ার প্লে-র মধ্যে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে আরসিবি।
- ক্রিজে মহিপাল লোমরোর ও বিরাট কোহলি।
-
ক্যাচ মিস
ক্যাচ মিস করলেন মনীশ পান্ডে। এই ক্যাচ না ফস্কালে মহিপাল লোমরোর প্রথম বলেই আউট হয়ে যেতেন।
-
ডু’প্লেসি আউট
২২ রান করে মাঠ ছাড়লেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। প্রথম ধাক্কা খেল আরসিবি। মিচেল মার্শ দিল্লিকে এনে দিলেন প্রথম সাফল্য।
-
আরসিবির ৩ ওভার শেষ
আরসিবির ইনিংসের ৩ ওভারের খেলা শেষ। প্রথম ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে আরসিবি।
-
আরসিবির ইনিংস শুরু
আরসিবির হয়ে ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসি। নতুন বল হাতে ইনিংস শুরু করলেন অনরিখ নর্টজে।
-
আরসিবির একাদশ
আরসিবির একাদশ – ফাফ ডু’প্লেসি, বিরাট কোহলি, মহিপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ ও বিজয়কুমার বিশাখ।
সাবস্টিটিউট – সূয়শ প্রভুদেশাই, ডেভিড উইলি, আকাশদীপ, করণ শর্মা, অনুজ রাওয়াত।
-
দিল্লির একাদশ
দিল্লির একাদশ – ডেভিড ওয়ার্নার, যশ ধুল, মিচেল মার্শ, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, আমন খান, ললিত যাদব, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও অনরিখ নর্টজে।
সাবস্টিটিউট – পৃথ্বী শ, মুকেশ কুমার, প্রবীণ দুবে, সরফরাজ খান ও চেতন সাকারিয়া।
-
দুই দলের একাদশে এলেন দুই তারকা
- দিল্লি ক্যাপিটালসের একাদশে রোভম্যান পাওয়েলের জায়গায় এসেছেন মিচেল মার্শ।
- আরসিবির একাদশে এসেছেন ওয়ানিন্দু হাসারঙ্গা।
-
টস আপডেট
আরসিবির ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
-
এক ঝলকে আরসিবি-দিল্লি ম্যাচের প্রিভিউ
এক ঝলকে পড়ুন RCB vs DC ম্যাচ প্রিভিউ
পড়ুন বিস্তারিত – RCB vs DC IPL 2023 Match Prediction: হারের হ্যাটট্রিক কি আটকাতে পারবে আরসিবি, নাকি প্রথম জয়ের স্বাদ পাবে দিল্লি?
-
নজর যখন পয়েন্ট টেবলে
দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ১৯টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
পড়ুন বিস্তারিত – IPL 2023 Points Table: শনিবারের ডাবল হেডারের আগে এক ঝলকে দেখুন পয়েন্ট টেবলে কোন দল কোথায়
-
হারের হ্যাটট্রিক আটকাতে পারবে আরসিবি?
আজ ঘরের মাঠে আরসিবির ম্যাচ। হারের হ্যাটট্রিক আটকাতে হলে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসকে আজ হারাতেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
-
প্রথম পয়েন্টের খোঁজে দিল্লি
চারটে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দিল্লির খাতায় এখনও ওঠেনি পয়েন্ট। পিঠ ঠেকে যাওয়া অবস্থায় বিরাটদের বিরুদ্ধে খেলতে নামছেন ওয়ার্নাররা।
Published On - Apr 15,2023 2:30 PM