RCB vs KKR, IPL 2021 Match 58, Eliminator: আরসিবিকে হারিয়ে নাইটদের সামনে ফাইনালের হাতছানি

| Edited By: | Updated on: Oct 11, 2021 | 11:21 PM

RCB vs KKR Live Score in Bengali: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RCB vs KKR, IPL 2021 Match 58, Eliminator: আরসিবিকে হারিয়ে নাইটদের সামনে ফাইনালের হাতছানি
আরসিবির বিরুদ্ধে ৪ উইকেটে জয়ী কেকেআর

শারজা: আইপিএলের (IPL) এলিমিনেটর ও ৫৮তম ম্যাচে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলেছে বিরাটের আরসিবি। কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৯। রান তাড়া করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ২ বল বাকি থাকতেই ম্যাচ বের করে নিয়ে যায় নাইটরা। ৪ উইকেটে জয়ী কেকেআর। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঋষভ পন্থের দিল্লির মুখোমুখি হবে ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স।

এই ম্যাচে জিতে দ্বিতীয় কোয়াফায়ারের টিকিট পকেটে পুরলেন মর্গ্যানরা। আর মরুশহর থেকে খালি হাতে ফিরতে হবে আরসিবিকে। নাইটরা তৃতীয়বার ট্রফি বেগুনি শিবিরে আনতে মরিয়া। কেকেআরের ফাইনালের সামনে এখন কাঁটা পন্থের দিল্লি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Oct 2021 11:05 PM (IST)

    বিরাটদের আশা শেষ

    ১৩৯ রান তাড়া করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ২ বল বাকি থাকতেই ম্যাচ বের করে নিয়ে যায় নাইটরা। ৪ উইকেটে জয়ী কেকেআর। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঋষভ পন্থের দিল্লির মুখোমুখি হবে ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স।

  • 11 Oct 2021 10:56 PM (IST)

    দীনেশ কার্তিক আউট

    ১০ রান করে আউট হলেন দীনেশ কার্তিক। সিরাজের বলে দীনেশ কার্তিকের দারুণ ক্যাচ নিলেন কেএস ভরত।

  • 11 Oct 2021 10:51 PM (IST)

    সুনীল নারিন আউট

    মহম্মদ সিরাজের বলে আউট হলেন সুনীল নারিন। ২৬ রান করে মাঠ ছাড়েন নারিন

  • 11 Oct 2021 10:46 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে কেকেআরের স্কোর ৪ উইকেটে ১২৪। নাইটদের জয়ের জন্য় প্রয়োজন ১৫ রান

  • 11 Oct 2021 10:37 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১১২/৪

    জয়ের জন্য কেকেআরের শেষ ৫ ওভারে প্রয়োজন ২৭ রান

  • 11 Oct 2021 10:34 PM (IST)

    নীতিশ রানা আউট

    ২৩ রান করে সাজঘরে ফিরলেন নীতিশ রানা। আরসিবিকে চতুর্থ উইকেট এনে দিলেন যুজবেন্দ্র চাহাল

  • 11 Oct 2021 10:17 PM (IST)

    ভেঙ্কটেশ আইয়ার আউট

    ২৬ রান করে মাঠ ছাড়লেন নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। আরসিবিকে তৃতীয় সাফল্য এনে দিলেন হর্ষল প্যাটেল

  • 11 Oct 2021 10:10 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৭৪/২

    খেলা বাকি ১০ ওভারের। নাইটদের জয়ের জন্য প্রয়োজন ৬০ বলে ৬৫ রান

  • 11 Oct 2021 09:59 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    যুজবেন্দ্র চাহালের গুগলিতে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন রাহুল ত্রিপাঠী। ৬ রান করে সাজঘরে ফিরলেন ত্রিপাঠী

  • 11 Oct 2021 09:54 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে কেকেআর তুলেছে ৪৮ রান। নাইটদের জয়ের জন্য প্রয়োজন ৯১ রান

  • 11 Oct 2021 09:49 PM (IST)

    শুভমন গিল আউট

    ২৯ রান করে সাজঘরে ফিরলেন নাইট ওপেনার শুভমন গিল। আরসিবিকে প্রথম উইকেট এনে দিলেন হর্ষল প্যাটেল

  • 11 Oct 2021 09:47 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৪০/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে কেকেআর তুলেছে ৪০ রান। জয়ের জন্য নাইটদের প্রয়োজন ৯৯ রান

  • 11 Oct 2021 09:37 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ১৯/০

    ভালো শুরু নাইটদের ওপেনিং জুটির

  • 11 Oct 2021 09:28 PM (IST)

    ১ ওভারে কেকেআর ৭/০

    প্রথম ওভারে শুভমন গিলের ব্যাট থেকে এসেছে একটি চার

  • 11 Oct 2021 09:26 PM (IST)

    নাইটদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ভেঙ্কটেশ আইয়ার।

  • 11 Oct 2021 09:10 PM (IST)

    ১৩৮ রানে থামল আরসিবি

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলেছে বিরাটের আরসিবি। কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ১৩৯ রান।

  • 11 Oct 2021 09:08 PM (IST)

    ড্যান ক্রিশ্চিয়ান আউট

    রান আউট হলেন ড্যান ক্রিশ্চিয়ান। শেষ ওভারের চতুর্থ বলে শিবম মাভি ফেরালেন আরসিবির ক্রিশ্চিয়ানকে

  • 11 Oct 2021 09:01 PM (IST)

    শাহবাজ আউট

    ১৩ রান করে মাঠ ছাড়লেন শাহবাজ আহমেদ। ছ’নম্বর উইকেট হারাল আরসিবি

  • 11 Oct 2021 08:52 PM (IST)

    ম্যাক্সওয়েল আউট

    বিরাট কোহলি, এবি ডে ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েল। আরসিবির তিন মহারথীর উইকেট তুলে কেকেআরকে স্বস্তি দিলেন সুনীল নারিন। ১৫ রান করে মাঠ ছাড়লেন ম্যাক্সি

  • 11 Oct 2021 08:40 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১০৮/৪

    খেলা বাকি ৫ ওভারের। এলিমিনেটর ম্যাচে নাইটদের কত টার্গেট দেয় আরসিবি নজর থাকবে সেদিকেই।

  • 11 Oct 2021 08:38 PM (IST)

    এবিডি আউট

    এবিডির উইকেট তুলে নিলেন সুনীল নারিন। ১১ রান করে নারিনের শিকার হলেন এবিডি

  • 11 Oct 2021 08:36 PM (IST)

    আরসিবির শতরান

    ১৪ ওভারের শেষ বলে আরসিবি দলগত শতরান পূর্ণ করল। ক্রিজে এবিডি-ম্যাক্সি।

    এবিডি ৯*, ম্যাক্সওয়েল ১৩*

  • 11 Oct 2021 08:29 PM (IST)

    কোহলি আউট

    সুনীল নারিন আরসিবিকে তৃতীয় ঝটকা দিবলেন। ৩৯ রান করে সাজঘরে ফিরলেন ভিকে।

  • 11 Oct 2021 08:16 PM (IST)

    কেএস ভরত আউট

    সুনীল নারিনের বলে কোনা শ্রীকর ভরত আউট হলেন। ৯ রান করে মাঠ ছাড়লেন ভরত

  • 11 Oct 2021 07:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৫৩ রান

  • 11 Oct 2021 07:55 PM (IST)

    দেবদত্ত আউট

    ৬ ওভারের প্রথম বলেই লকি ফার্গুসন দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নিলেন। ২১ রান করে আউট হলেন পাড়িক্কাল

  • 11 Oct 2021 07:53 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৪৯/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে আরসিবি তুলেছে ৪৯ রান।

    বিরাট ২২*, দেবদত্ত ২১*

  • 11 Oct 2021 07:44 PM (IST)

    ৩ ওভারে আরসিবি ২৪/০

    আরিসিবিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট-দেবদত্ত। ৩ ওভারে আরসিবির স্কোর বিনা উইকেটে ২৪

  • 11 Oct 2021 07:32 PM (IST)

    ১ ওভারে আরসিবি ৭/০

    প্রথম ওভার থেকে এসেছে ৭ রান। যার মধ্যে রয়েছে ভিকের একটি চার।

  • 11 Oct 2021 07:30 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল।

  • 11 Oct 2021 07:16 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, লকি ফার্গুসন, সাকিব আল হাসান, বরুণ চক্রবর্তী, শিবম মাভি

  • 11 Oct 2021 07:09 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), কেএস ভরত, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, ড্যান ক্রিশ্চিয়ান, হর্ষল প্যাটেল, জর্জ গার্টন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 11 Oct 2021 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল আরসিবি।

    টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি

  • 11 Oct 2021 06:51 PM (IST)

    বিরাটদের বিরুদ্ধে আজ কি জ্বলে উঠবেন গিল?

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে আইপিএলের এলিমিনেটর ম্যাচ

  • 11 Oct 2021 06:31 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৫ বার এবং আরসিবি জিতেছে ১৩ বার।

Published On - Oct 11,2021 6:30 PM

Follow Us: