RCB vs RR, IPL 2021 Match 16 Result: কোহলি-পাড়িক্কল জুটি ম্যাচ জেতালো আরসিবিকে

| Updated on: Apr 22, 2021 | 11:06 PM

RCB vs RR Live Score in Bengali: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RCB vs RR, IPL 2021 Match 16 Result: কোহলি-পাড়িক্কল জুটি ম্যাচ জেতালো আরসিবিকে
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)

আইপিএলে (IPL) আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। টানা চার ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে বিরাটের আরসিবি। টসে জিতে সঞ্জুদের প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবির অধিনায়ক বিরাট কোহলি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে রাজস্থান তোলে ১৭৭ রান। বিরাটদের টার্গেট ছিল ১৭৮। রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়েই কোহলি-পাড়িক্কল জুটিতে জয় তুলে নিল। ২০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল বিরাটের আরসিবি। এ দিনের ম্যাচে আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কল। ম্যাচ শেষে ১০১ রানে অপরাজিত পাড়িক্কল। ক্যাপ্টেন বিরাটও অপরাজিত ৭২ রানের দুরন্ত ইনিংস খেললেন। পাশাপাশি এ দিন আইপিএলে ৬ হাজার রানের রেকর্ডও গড়লেন। বিরাটদের জয়ের তরী এগিয়েই চলেছে। টানা ৪ ম্যাচে জিতল কোহলিব্রিগেড।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 22 Apr 2021 10:57 PM (IST)

    ১০ উইকেটে ম্যাচ পকেটে পুরল বিরাটরা

    ২০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল বিরাটের আরসিবি।

  • 22 Apr 2021 10:52 PM (IST)

    দেবদত্ত পাড়িক্কলের শতরান

    আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি দেবদত্ত পাড়িক্কলের

  • 22 Apr 2021 10:44 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১৬২/০

    জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৬ রান

  • 22 Apr 2021 10:35 PM (IST)

    আইপিএলে বিরাটের ৬ হাজার রান

    ১২.৪ ওভারে বিরাট কোহলি আইপিএল কেরিয়ারের ৬ হাজার রান পূর্ণ করলেন।

  • 22 Apr 2021 10:33 PM (IST)

    বিরাটের হাফ সেঞ্চুরি

    ৩৪ বলে হাফ সেঞ্চুরি আরসিবি অধিনায়ক বিরাট কোহলির।

  • 22 Apr 2021 10:23 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ১০৭/০

    ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে, আরসিবির শতরানের গন্ডি পের করে দিল কোহলি-পাড়িক্কল ওপেনার জুটি।

  • 22 Apr 2021 10:19 PM (IST)

    আরসিবির শতরান

    ৯.৪ ওভারে আরসিবির ওপেনার জুটি দলগত শতরান পূর্ণ করল।

  • 22 Apr 2021 10:11 PM (IST)

    দেবদত্তের হাফ সেঞ্চুরি

    ২৭ বলে হাফ সেঞ্চুরি আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কলের।

  • 22 Apr 2021 10:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে আরসিবি তুলেছে ৫৯ রান।

  • 22 Apr 2021 09:59 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৫০ রান

    ৫.১ ওভারে আরসিবির দলগত ৫০ রান পূর্ণ। পাশাপাশি কোহলি-পাড়িক্কল জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ

  • 22 Apr 2021 09:58 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৪৯/০

    ভালো শুরু আরসিবির। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে কোহলি-পাড়িক্কল জুটি তুলেছে ৪৯ রান

  • 22 Apr 2021 09:39 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল

  • 22 Apr 2021 09:22 PM (IST)

    বিরাটদের টার্গেট ১৭৮

    নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলেছে ১৭৭ রান।

  • 22 Apr 2021 09:20 PM (IST)

    শেষ ওভারে হর্ষলের দ্বিতীয় শিকার চেতন

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন চেতন সাকারিয়া

  • 22 Apr 2021 09:18 PM (IST)

    শেষ ওভারের প্রথম বলে হর্ষলের শিকার মরিস

    ১০ রান করে আউট হলেন ক্রিস মরিস

  • 22 Apr 2021 09:17 PM (IST)

    রাহুলের উইকেট সিরাজের খাতায়

    ৪০ রান করে মাঠ ছাড়লেন রাহুল তেওয়াটিয়া

  • 22 Apr 2021 08:57 PM (IST)

    শিবমের উইকেট কেইন রিচার্ডসনের খাতায়

    ৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শিবম দুবে

  • 22 Apr 2021 08:53 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১২৮/৫

    রিয়ান পরাগ ও শিবম দুবের জুটি ভেঙে যাওয়ার পর ক্রিজে এসেছেন নতুন ব্যাটসম্যান তেওয়াটিয়া। ১৫ ওভারে রাজস্থানের স্কোর ৫ উইকেটে ১২৮

  • 22 Apr 2021 08:45 PM (IST)

    রিয়ানকে ফেরালেন হর্ষল

    ২৫ রান করে আউট হলেন রিয়ান পরাগ। হর্ষল প্যাটেলের বলে যুজবেন্দ্র চাহালের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন রিয়ান।

  • 22 Apr 2021 08:37 PM (IST)

    রাজস্থানের শতরান

    ১২.২ ওভারে রাজস্থান রয়্যালস দলগত শতরান পূর্ণ করল

  • 22 Apr 2021 08:25 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৭০/৪

    ক্রিজে রিয়ান পরাগ-শিবম দুবে। রিয়ান ব্যাট করছেন ৬ রানে। শিবম রয়েছেন ২২ রানে।

  • 22 Apr 2021 08:16 PM (IST)

    রাজস্থানের ৫০ রান

    ৮.২ ওভারে রাজস্থান রয়্যালস দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 22 Apr 2021 08:10 PM (IST)

    সঞ্জুকে ফেরালেন সুন্দর

    ২১ রান করে সাজঘরে ফিরলেন রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন

  • 22 Apr 2021 08:03 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে রাজস্থান রয়্যালস।

  • 22 Apr 2021 07:58 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ২২/৩

    প্রথম ৫ ওভারে রাজস্থানের ওপর চাপ সৃষ্টি করেছে ব্যাঙ্গালোর। সঞ্জুদের স্কোর ৩ উইকেটে ২২।

  • 22 Apr 2021 07:56 PM (IST)

    ফের উইকেট পতন রাজস্থানের

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন ডেভিড মিলার। মহম্মদ সিরাজের খাতায় দ্বিতীয় উইকেট।

  • 22 Apr 2021 07:49 PM (IST)

    মননের উইকেট জেমিসনের খাতায়

    ৭ রান করে আউট হলেন রাজস্থানের ওপেনার মনন ভোরা

  • 22 Apr 2021 07:41 PM (IST)

    প্রথম উইকেট পতন রাজস্থানের

    মহম্মদ সিরাজের বলে আউট হলেন জস বাটলার। ৮ রান করে সাজঘরে ফিরলেন রাজস্থানের ওপেনার

  • 22 Apr 2021 07:32 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে নামলেন মনন ভোরা ও জস বাটলার।

  • 22 Apr 2021 07:08 PM (IST)

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: শিবম দুবে, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, শ্রেয়স গোপাল, রিয়ান পরাগ, ক্রিস মরিস, ডেভিড মিলার, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

  • 22 Apr 2021 07:07 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, কাইল জেমিসন, কেইন রিচার্ডসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 22 Apr 2021 07:03 PM (IST)

    টস আপডেট

    টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বিরাটের।

  • 22 Apr 2021 06:46 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    আইপিএলে (IPL) এই নিয়ে ২০ বার মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তার মধ্যে আরসিবি জিতেছে ১০ বার। রাজস্থানও জিতেছে ১০ বার।

Published On - Apr 22,2021 11:05 PM

Follow Us: