RCB vs SRH, IPL 2021 Match 52 Result: ৪ রানে আরসিবিকে হারাল হায়দরাবাদ

| Edited By: | Updated on: Oct 06, 2021 | 11:39 PM

RCB vs PBKS Live Score: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RCB vs SRH, IPL 2021 Match 52 Result: ৪ রানে আরসিবিকে হারাল হায়দরাবাদ
উইকেট পাওয়ার সেলিব্রেশন (ছবি-আইপিএল ওয়েবসাইট)

আবু ধাবি: আইপিএলের ৫২তম ম্যাচে আজ আবু ধাবিতে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। টসে জিতে শুরুতে কেন উইলিয়ামসনদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে হায়দরাবাদ। ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তোলে আরসিবি। ৪ রানে বিরাটের ব্য়াঙ্গালোরকে হারিয়ে ২ পয়েন্ট কেড়ে নিল হায়দরাবাদ।

একটা দল প্লে-অফের টিকিট পাকা করে ফেলেছে। আর একটা দলের খালি হাতে বিদায় নিশ্চিত। এই অবস্থায় আজ আরসিবি (RCB) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ম্যাচটা টুর্নামেন্টের দিক থেকে নিয়মরক্ষার হলেও সেখানেই চমক দেখাল অরেঞ্জ আর্মি। তবে বিরাটের (VIrat Kohli) দলের কাছে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি ছিল। কারণ, অরেঞ্জ আর্মিকে হারাতে পারলেই যে দ্বিতীয় স্থানের দরজাটাও খুলে যেতে পারত। তবে আজ ভাগ্য সাথ দিল না চাহালদের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Oct 2021 11:19 PM (IST)

    ৪ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

    ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তোলে আরসিবি। ৪ রানে বিরাটের ব্য়াঙ্গালোরকে হারিয়ে ২ পয়েন্ট কেড়ে নিল হায়দরাবাদ

  • 06 Oct 2021 11:12 PM (IST)

    টানটান শেষ ওভার

    জয়ের জন্য আরসিবির প্রয়োজন ৬ বলে ১৩ রান

  • 06 Oct 2021 11:09 PM (IST)

    শাহবাজ আউট

    ১৪ রান করে জেসন হোল্ডারের বলে আউট হলেন শাহবাজ আহমেদ।

  • 06 Oct 2021 11:00 PM (IST)

    দেবদত্ত আউট

    ৪১ রান করে রশিদ খানের বলে আউট হলেন আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কাল

  • 06 Oct 2021 10:50 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ৯৮/৪

    খেলা বাকি ৫ ওভারের। আরসিবির জয়ের জন্য প্রয়োজন ৪৪ রান।

  • 06 Oct 2021 10:46 PM (IST)

    ম্যাক্সওয়েল আউট

    ৪০ রান করে সাজঘরে ফিরলেন আরসিবির ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

  • 06 Oct 2021 10:19 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৬৭/২

    খেলা বাকি ১০ ওভারের। জয়ের জন্য আরসিবির প্রয়োজন ৭৭ রান

  • 06 Oct 2021 10:02 PM (IST)

    কেএস ভরত আউট

    উমরান মালিকের বলে আউট হলেন কেএস ভরত। ১২ রান করে সাজঘরে ফিরলেন ভরত

  • 06 Oct 2021 09:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভারে আরসিবির স্কোর ৩৭/২। জয়ের জন্য বিরাটদের ১০৫ রান প্রয়োজন।

  • 06 Oct 2021 09:54 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ২৫/২

    ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে বিরাটের দল। জয়ের জন্য আরসিবির প্রয়োজন ১১৮ রান।

  • 06 Oct 2021 09:46 PM (IST)

    দ্বিতীয় উইকেট হারাল আরসিবি

    ড্যান ক্রিশ্চিয়ানের উইকেট তুলে নিলেন সিদ্ধার্থ কৌল।

  • 06 Oct 2021 09:32 PM (IST)

    বিরাটের উইকেট হারাল আরসিবি

    ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন আরসিবির ক্যাপ্টেন বিরাট কোহলি

  • 06 Oct 2021 09:28 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল

  • 06 Oct 2021 09:15 PM (IST)

    ১৪১ রানে থামল সানরাইজার্স হায়দরাবাদ

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে হায়দরাবাদ তুলেছে ১৪১ রান। আরসিবির টার্গেট ১৪২।

  • 06 Oct 2021 09:00 PM (IST)

    ঋদ্ধিমান সাহা আউট

    ১০ রান করে মাঠ ছাড়লেন ঋদ্ধিমান সাহা। আরিসিবিকে ষষ্ঠ উইকেট এনে দিলেন হার্ষাল প্যাটেল

  • 06 Oct 2021 08:56 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে হায়দরাবাদের স্কোর ৫ উইকেটে ১২০

  • 06 Oct 2021 08:48 PM (IST)

    আব্দুল সামাদ আউট

    যুজবেন্দ্র চাহাল আরসিবিকে পঞ্চম উইকেট এনে দিলেন। ১ রান করে যুজির বলে এলবিডব্লিউ হলেন আব্দুল সামাদ

  • 06 Oct 2021 08:45 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১০৭/৪

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে অরেঞ্জ আর্মি তুলেছে রান ১০৭

  • 06 Oct 2021 08:45 PM (IST)

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে আউট জেসন

    ৪৪ রান করে সাজঘরে ফিরে গেলেন হায়দরাবাদের ওপেনার জেসন রয়। ড্যান ক্রিশ্চিয়ান আরসিবিকে এনে দিলেন চতুর্থ উইকেট

  • 06 Oct 2021 08:40 PM (IST)

    প্রিয়ম আউট

    তৃতীয় উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ১৫ রান করে ড্যান ক্রিশ্চিয়ানের বলে আউট হলেন প্রিয়ম গর্গ।

  • 06 Oct 2021 08:24 PM (IST)

    দ্বিতীয় উইকেট হারাল হায়দরাবাদ

    আরসিবিকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন হার্ষাল প্যাটেল।  উইলিয়ামসনের উইকেট হারাল হায়দরাবাদ।

  • 06 Oct 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৭৬/১

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে অরেঞ্জ আর্মি তুলেছে ৭৬ রান।

  • 06 Oct 2021 07:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ তুলেছে ৫০ রান

  • 06 Oct 2021 07:54 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৪৩/১

    ৫ ওভারের মধ্যে ১ উইকেট খুইয়ে হায়দরাবাদকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জেসন রয় ও কেন উইলিয়ামসন।

  • 06 Oct 2021 07:44 PM (IST)

    ৩ ওভারে হায়দরাবাদ ২৩/১

    তিন ওভারে অরেঞ্জ আর্মির স্কোর ১ উইকেটে ২৩

  • 06 Oct 2021 07:37 PM (IST)

    অভিষেক শর্মা আউট

    জর্জ গার্টনের বলে আউট হলেন অভিষেক শর্মা। ১৩ রান করে সাজঘরে ফিরলেন তিনি

  • 06 Oct 2021 07:30 PM (IST)

    হায়দরাবাদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন জেসন রয় ও অভিষেক শর্মা

  • 06 Oct 2021 07:11 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), প্রিয়ম গর্গ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, উমরান মালিক, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল।

  • 06 Oct 2021 07:10 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), কেএস ভরত, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, ড্যান ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 06 Oct 2021 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কোহলি

  • 06 Oct 2021 06:50 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে মোট ১৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে আরসিবি জিতেছে ৮ বার। হায়দরাবাদ জিতেছে ১০ বার

  • 06 Oct 2021 06:45 PM (IST)

    আবু ধাবি তৈরি, আর আপনারা তৈরি তো?

Published On - Oct 06,2021 6:40 PM

Follow Us: