এক সঙ্গে প্র্যাক্টিস, থাকা, কাঁধে কাঁধ মিলিয়ে ট্রফির জন্য লড়াই। ভিন দেশে সুযোগ পেলে আশপাশটা ঘুরে দেখা। শুরুটা সুন্দর থাকে। শেষটা হয় মন খারাপে। ভারতের তরুণ দলের কাছেও যেন এমনই পরিস্থিতি। জিম্বাবোয়ে সফরে তরুণ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পরই সিরিজ। সে কারণেই বিশ্রাম দেওয়া হয়েছিল সিনিয়রদের। এর আরও একটা উদ্দেশ্যও ছিল। পরবর্তী প্রজন্মকে তৈরি রাখা। বিশ্বকাপে নামার আগেই বিরাট-রোহিতরা মনস্থির করে রেখেছিলেন, টুর্নামেন্ট শেষে এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানাবেন। বিশ্বকাপ জিততেই সেই ঘোষণা করে দেন। একই পথে হাঁটেন জাডেজাও। টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেট এখন তরুণদের হাতেই।
প্রথম বার জাতীয় দলকে নেতৃত্ব দিলেন শুভমন গিল। এই সিরিজেই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছিলেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা, তুষার দেশপান্ডের মতো তরুণরা। আইপিএলে নজর কেড়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ধীরে ধীরে তৈরির চেষ্টা। অভিষেক শর্মা প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। পরের ম্যাচেই সেঞ্চুরি করেন। তুষার দেশপান্ডেও সীমিত সুযোগে চেষ্টা করেছেন। টিম হিসেবে শুরুটা খারাপ হলেও পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কিছু বিশেষ মুহূর্তের কোলাজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। উইনার ট্রফি নিয়ে ক্যাপ্টেন শুভমন গিল তা তুলে দিয়েছিলেন এই সিরিজে অভিষেক হওয়া প্লেয়ারদের হাতে। ফটোসেশনে তাঁদের হাতেই ছিল ট্রফি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলের অনেকেই সেই ট্রফি হাতে নিচ্ছেন, ছবি তুলছেন, একে অপরের ছবি তুলে দিচ্ছেন। মুহূর্তগুলো নিজেদের মতো বন্দি করে রাখছেন তরুণ ক্রিকেটাররা।
সিরিজের সেরা ফিল্ডার হয়েছেন রিঙ্কু সিং। শেষ ম্যাচে অবশ্য তাঁর পায়ের চোট কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। ম্যাচ শেষে ট্রফি কাঁধে নিয়ে হাঁটলেন। অভিষেক শর্মা ট্রফি হাতে ছবি তোলেন। ফটোগ্রাফারের ভূমিকায় রিয়ান পরাগ। এমন নানা দৃশ্য বোর্ডের পোস্ট করা ভিডিয়োতে।
Reactions & celebrations! 👏 🏆
That’s a Wrap from Zimbabwe! 👍 #TeamIndia | #ZIMvIND pic.twitter.com/ZjrUw2Hns2
— BCCI (@BCCI) July 15, 2024