আমেদাবাদ : পাওয়ার প্লে স্পেশালিস্ট। মহম্মদ সামির নামের আগে এই বিশেষণই যোগ হয়েছে এ বারের আইপিএলে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও এই বিশেষণের সার্থকতা বজায় রেখেছেন। পাওয়ার প্লে-তে নিজের প্রথম দু-ওভারে দুটি উইকেট। সব মিলিয়ে এ মরসুমে ২৮টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। তার মধ্যে ১৭টিই পাওয়ার প্লে-তে। গুজরাট টাইটান্স টানা দ্বিতীয় বার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রয়েছে বোলিং আক্রমণের তিন জনের। মহম্মদ সামি, রশিদ খান এবং মোহিত শর্মা। বোলিং আক্রমণের মূল স্তম্ভ মহম্মদ সামিই। শুরুতেই প্রতিপক্ষ শিবিরে যে ধাক্কা দেন, সেখান থেকে খুব কম দলই গুছিয়ে উঠতে পারে। এ বারের আইপিএলে বেশ কিছু ম্যাচেই তাঁর শুরুর ধাক্কা থেকে বেরোতে পারেনি প্রতিপক্ষ। আইপিএলে এখনও অবধি সেরা মরসুম। নজিরের সম্ভাবনাও রয়েছে। তাঁর এই সাফল্যের কারণ কী হতে পারে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পাওয়ার প্লে-তে এ বার ১৭টি উইকেট রয়েছে মহম্মদ সামির। আইপিএলের ইতিহাসে এটিই সর্বাধিক। গত ম্যাচেই এই রেকর্ড গড়েছেন সামি। এক মরসুমে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল ট্রেন্ট বোল্টের দখলে। ১৬টি উইকেট নিয়েছিলেন বোল্ট। একই সংখ্যক উইকেট নেওয়ার নজির ছিল মিচেল জনসনেরও। সামির দখলে ১৭ উইকেট। এক মরসুমে সবচেয়ে বেশি উইকেটের নজির গড়তে সামির চাই আরও ৫ উইকেট। সেটা হয়তো কঠিন, তবে অসম্ভব নয়। ২০২১ সালের আইপিএলে হর্ষল প্যাটেল ৩২টি উইকেট নিয়েছিলেন। ডোয়েন ব্র্যাভো একই সংখ্যক উইকেট নিয়েছিলেন ২০১৩ সালের আইপিএলে। এক মরসুমে আইপিএলে সামির এটাই সেরা পারফরম্যান্স। গত বারের আইপিএলেও গুজরাট টাইটান্সে খেলেছেন। ১৬ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট।
সামির এই বিধ্বংসী ফর্মের নেপথ্যে মূল কারণ তাঁর লাইন লেন্থ। মনে হতে পারে, এ আর নতুন কী! এখানেই প্রশ্ন। এ বারের আইপিএলে খেয়াল করলে দেখা যাবে, মূলত টেস্ট ম্যাচের লাইন লেন্থে বোলিং করছেন সামি। লাল বলের মতো মুভমেন্ট সাদা বলে হওয়া সম্ভব নয়। সামি কিন্তু লাইন লেন্থ ঠিক রাখার পাশাপাশি নতুন বলে সুইংও আদায় করে দিচ্ছেন। বিশ্ব ক্রিকেটে সিম পজিশনের দিক থেকে সামিই বর্তমানে সেরা। সিম সোজা রেখে বোলিং করতে পারেন। নতুন বলে যা প্লাস পয়েন্ট। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারের কাছে সেট হওয়ার সুযোগ নেই। আক্রমণাত্মক খেলতে গেলেই মুশকিল। তেমনই নিখুঁত শর্টপিচ ডেলিভারিও প্লাস পয়েন্ট সামির। ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার প্রস্তুতি যে এ ভাবেও সেরে রাখছেন সামি, বলাই যায়।