Ind vs Aus: অস্ট্রেলিয়ার জঘন্য পারফরম্যান্স, ক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন অধিনায়ক

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 26, 2023 | 5:24 PM

BGT 2023: ভারতের প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই এই সিরিজ ভারতের পক্ষে ৪-০ হবে বলে দাবি করেছেন। পরিস্থিতি সে দিকেই গড়াচ্ছে। তৃতীয় টেস্ট ১ মার্চ থেকে ইন্দোরে। এখনও অবধি অস্ট্রেলিয়ার যা পারফরম্য়ান্স তাতে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে টিম ম্য়ানেজমেন্ট এবং ক্রিকেটারদের।

Ind vs Aus: অস্ট্রেলিয়ার জঘন্য পারফরম্যান্স, ক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন অধিনায়ক
Image Credit source: PTI, FILE

Follow Us

নয়াদিল্লি: চলতি বর্ডার-গাভাসকর (Border- Gavaskar trophy) সিরিজে খুবই শোচনীয় অবস্থা অস্ট্রেলিয়ার। দুটি টেস্টে ইতিমধ্যেই লজ্জার হার স্বীকার করেছে অজিরা। ওপেনারদের ফর্মে না থাকা, প্রস্তুতি ম্যাচ না খেলা ইত্যাদি অনেক কিছুকেই এমন পারফরম্য়ান্সের কারণ হিসেবে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে দলের পারফরম্য়ান্স নিয়ে তুলোধনা করছেন সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল (Greg Chappell) বেজায় খাপ্পা বর্তমান দলকে নিয়ে। ক্ষোভের মাঝেও নানা পরামর্শ দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় দলের প্রাক্তন হেড স্য়ার গ্রেগ চ্য়াপেল। বিস্তারিত TV9Bangla-য়।

নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে হার। দিল্লি টেস্টে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজে ভারত এগিয়ে ২-০। ভারতের প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই এই সিরিজ ভারতের পক্ষে ৪-০ হবে বলে দাবি করেছেন। পরিস্থিতি সে দিকেই গড়াচ্ছে। তৃতীয় টেস্ট ১ মার্চ থেকে ইন্দোরে। এখনও অবধি অস্ট্রেলিয়ার যা পারফরম্য়ান্স তাতে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে টিম ম্য়ানেজমেন্ট এবং ক্রিকেটারদের। কখনও প্রাক্তন কোনও কোচ বা নির্বাচক, তো কখনও কোনও প্রাক্তন ক্রিকেটার। কেউই অজি দলকে কথা শোনানো থেকে বিরত থাকেননি। সেই তালিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল। এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার কর্তব্যের কথা বলতেও ভোলেননি চ্যাপেল। তিনি মনে করেন, প্রথমত অস্ট্রেলিয়ার উচিত সেরা দল বাছাই করা এবং তারপর যোগ্য দল হিসেবে খেলা। যে সব জায়গায় অস্ট্রেলিয়া শক্তিশালী, সেই সব জায়গাতেই আরো ঘষামাজা করার কথা বলেছেন তিনি।

প্রাক্তন অজি অধিনায়ক বলেন, “এখনও পর্যন্ত সিরিজে আমরা যা প্রদর্শন দেখিয়েছি তাতে অস্ট্রেলিয়ান সমর্থকরাও বিরক্ত। ব্যাটাররা প্রথম বলেই রিভার্স সুইপ করতে গিয়ে আউট হচ্ছে। মনে হচ্ছে ওদের কাছে এই সিরিজের কোনও গুরুত্বই নেই। কিন্তু এটা ভুলে যাওয়া উচিত না, ভারতের বিরুদ্ধে খেলা কোনও নিয়মরক্ষার সিরিজ নয়। বরং অ্যাসেজ বা তার চেয়েও বড়ো একটি সিরিজ”। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় প্রথম দুই স্থানে রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টটি যদি ভারত যেতে তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে রোহিত ব্রিগেড। অস্ট্রেলিয়া ০-৪ হারলে, তাদের ফাইনালে পৌঁছনোর রাস্তা জটিল হয়ে যাবে।

Next Article