Asia Cup 2022: টি ২০-তে প্রয়োজন নেই বাংলার পেসারের? এমনই যুক্তি সাজাচ্ছেন প্রাক্তন অজি অধিনায়ক

পন্টিংয়ের মতো পোড়খাওয়া প্রাক্তন ক্রিকেটারের কিন্তু মনে হচ্ছে, বিশ্বকাপে ভারতের মতো অভিজ্ঞ টিমকে হারানো সহজ হবে না।

Asia Cup 2022: টি ২০-তে প্রয়োজন নেই বাংলার পেসারের? এমনই যুক্তি সাজাচ্ছেন প্রাক্তন অজি অধিনায়ক
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2022 | 1:47 PM

দুবাই: ভারতীয় টিম (Indian Cricket Team) ম্যানেজমেন্টের ভাবনা থেকে কি ধীরে ধীরে দূরে সরছেন মহম্মদ সামি (Mohammed Shami)? টেস্টে না হলেও সাদা বলের ক্রিকেটে সামির বিকল্প খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে গত বিশ্বকাপের পর থেকে। গত বছর আমিরশাহি বিশ্বকাপে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে বাংলার পেসার অত্যন্ত খারাপ বোলিং করেছিলেন। তার পর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল বিশেষজ্ঞমহল। সাম্প্রতিক কিছু টি-টোয়েন্টি সিরিজেও সে ভাবে খেলতে দেখা যায়নি তাঁকে। এশিয়া কাপের টিম থেকেও বাদ পড়েছেন। যতটুকু খেলেছেন ওয়ান ডে। এই সামি কি তা হলে পাকাপাকি বাদ পড়তে চলেছেন কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে? ভুবনেশ্বর কুমার ফিরেছেন। আবেশ খান, অর্শদীপ সিংদের মতো তরুণ বোলাররা উঠে এসেছেন। অস্ট্রেলিয়ায় এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) । গতি আর বাউন্সের মিশেল থাকবে যেখানে, সেখানে কি জশপ্রীত বুমরার জুড়িদার হিসেবে সামি টিমে থাকবেন?

রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি ক্রিকেটার মনে করছেন, সামি না থাকলেও চাপে পড়বে না ভারত। তাঁর বিকল্প এখন হাতে রয়েছে রোহিত শর্মার। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন অজি ক্যাপ্টেন বলে দিচ্ছেন, ‘সামি অত্যন্ত ভালো বোলার। দীর্ঘদিন ধরে ও ভারতের হয়ে চমৎকার পারফর্ম করছে। ওর এবিলিটির দিকে তাকালে বলতে হবে, টেস্ট ক্রিকেটকে সামি আরও অনেক কিছু দিতে পারবে। আমার মনে হয়, টি-টোয়েন্টি ফর্ম্যাটে সামির থেকে ভালো পেস বোলার এই মুহূর্তে ভারতের হাতে রয়েছে। সেই কারণেই এশিয়া কাপে তাদেরই রাখা হয়েছে। অবশ্য চার নম্বর পেসার যদি নেয় টিম, তা হলে সামিই ঢুকবে।’

বুমরা, হর্ষল প্যাটেল চোটের কারণে এশিয়া কাপের টিমে নেই। তা সত্ত্বেও কেন সামিকে বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। পন্টিংয়ের যুক্তি হল, ‘অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় ভারত নিশ্চয়ই চার পেসার নিয়ে যাবে। পাশাপাশি উইকেট সঙ্গ না দিলেও বেশি স্পিনার থাকবে ওদের টিমে।’

পন্টিংয়ের মতো পোড়খাওয়া প্রাক্তন ক্রিকেটারের কিন্তু মনে হচ্ছে, বিশ্বকাপে ভারতের মতো অভিজ্ঞ টিমকে হারানো সহজ হবে না। তাঁর কথায়, ‘যে কোনও টুর্নামেন্টে ভারতকে হারানো সহজ নয়। এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপেও ওরা অন্যতম সেরা টিম। ভারতীয় টিমের গভীরতা, ভারসাম্য অন্য যে কোনও টিমের থেকে বেশি। আমার মনে হয়, এশিয়া কাপ ভারতই চ্যাম্পিয়ন হবে।’