Rinku Singh: শ্রীলঙ্কা সফরের আগে বৃন্দাবনে পুজো দিলেন রিঙ্কু সিং, সঙ্গী কাছের মানুষ
Watch Video: আলিগড়ের ছেলে রিঙ্কু সিং তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো এবং একটি ছবি শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, 'জয় শ্রী রাধে।' রিঙ্কু ওই ভিডিয়োর লোকেশনে লেখেন মথুরা, বৃন্দাবন। ভিডিয়োটিতে দেখা যায়, কেকেআর তারকা এক মন্দিরের চৌকাঠে মাথা ঠেকাচ্ছেন।
কলকাতা: সদ্য জিম্বাবোয়ে থেকে টি-২০ সিরিজ জিতে দেশে ফিরেছে ভারতের তরুণ ব্রিগেড। এর মধ্যে তোড় জোড় চলছে ভারতের শ্রীলঙ্কা সফরের জন্য। সেখানে গিয়ে সীমিত ওভারের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। লঙ্কানদের বিরুদ্ধে কেমন হবে ভারতের টিম? তা ঘোষণা হওয়া এখন সময়ের অপেক্ষা। তার আগে এ বার বৃন্দাবনে গিয়ে পুজো দিলেন ভারতের তরুণ তুর্কি রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁর সঙ্গে গেলেন কাছের মানুষ। কে তিনি?
আলিগড়ের ছেলে রিঙ্কু সিং তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো এবং একটি ছবি শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘জয় শ্রী রাধে।’ রিঙ্কু ওই ভিডিয়োর লোকেশনে লেখেন মথুরা, বৃন্দাবন। ভিডিয়োটিতে দেখা যায়, কেকেআর তারকা এক মন্দিরের চৌকাঠে মাথা ঠেকাচ্ছেন। হাত জোড় করে প্রণাম করছেন। গলায় তাঁর পদ্ম ফুলের মালা। হাতে গাঁদা ফুলও দেখা যায়। তাঁর বাম দিকে ছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল। তাঁরা দু’জন ওই মন্দিরের চৌকাঠে তেল দিয়ে মালিশ করেন। সামনে থাকা এক পুরোহিত রিঙ্কুর হাতে প্রসাদ হিসেবে কলা তুলে দেন।
View this post on Instagram
ভিডিয়োটিতে রিঙ্কু ও ধ্রুবর পিছনেই দেথা যায় ২-৩ জন পুলিশকে। তাঁরা অবশ্য ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছেন বলে দেখে মনে হয়নি। অন্যান্য ভক্তদের পাশে দাঁড়িয়েই ভারতের দুই তরুণ ক্রিকেটার পুজো দেন। রিঙ্কু যে ছবিটি শেয়ার করেছেন, তাতে পিছনে দেখা যায় শ্রী রাধা লেখা রয়েছে। যা দেখে মনে হয়, রিঙ্কু ও ধ্রুব তাঁদের চার বন্ধুর সঙ্গে বরসানার রাধা রানি মন্দিরে পুজো দিয়েছেন। রিঙ্কুর ওই ইন্সটা পোস্টের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রায় ৩ লক্ষ ইন্সটাগ্রাম ব্যবহারকারী ওই ছবিতে লাইক করেছেন। প্রচুর কমেন্টও পড়েছে। উল্লেখ্য, রিঙ্কু ও ধ্রুবর বাড়ি উত্তরপ্রদেশেই।