Rinku Singh: অভিষেকেই রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ক্যাপ্টেন্সি, ছয় মেরে ম্যাচ ফিনিশ

Aug 25, 2024 | 11:17 PM

UP T20 League: ক্যাপ্টেন্সির অভিষেকেই দুর্দান্ত ভারতীয় দলের তারকা ব্যাটার রিঙ্কু সিং। তাঁর দুর্দান্ত ক্যাপ্টেন্সির সৌজন্যে প্রতিপক্ষ কাশি রুদ্রকে মাত্র ১০০ রানেই অলআউট করে মিরাট ম্যাভেরিক্স। জবাবে ৯ ওভারের মধ্যেই ৭ উইকেটে জয়। রিঙ্কু সিংয়ের ক্যাপ্টেন্সির অভিষেক হল ৭ উইকেটের জয়ে।

Rinku Singh: অভিষেকেই রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ক্যাপ্টেন্সি, ছয় মেরে ম্যাচ ফিনিশ
Image Credit source: ScreenGrab

Follow Us

শুরু হল উত্তর প্রদেশ প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণ। এ বারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কাশি রুদ্র ও মিরাট ম্যাভেরিক্স। রিঙ্কু সিং মিরাট ম্যাভেরিক্সের ক্যাপ্টেন হয়েছে। ক্যাপ্টেন্সির অভিষেকেই দুর্দান্ত ভারতীয় দলের তারকা ব্যাটার রিঙ্কু সিং। তাঁর দুর্দান্ত ক্যাপ্টেন্সির সৌজন্যে প্রতিপক্ষ কাশি রুদ্রকে মাত্র ১০০ রানেই অলআউট করে মিরাট ম্যাভেরিক্স। জবাবে ৯ ওভারের মধ্যেই ৭ উইকেটে জয়। রিঙ্কু সিংয়ের ক্যাপ্টেন্সির অভিষেক হল ৭ উইকেটের জয়ে।

টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন রিঙ্কু সিং। স্পিনারদের অনবদ্য পারফরম্যান্স এবং রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ক্যাপ্টেন্সি। প্রতিপক্ষকে ১৯.২ ওভারে ১০০ রানেই অলআউট করে তারা। টার্গেট মাত্র ১০১। রান তাড়ায় দ্রুত ম্যাচ ফিনিশ করাতেই নজর ছিল ম্যাভেরিক্সের। টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং হবে এটাই স্বাভাবিক। তাতে ঝুঁকিও থাকে। ওপেনিং জুটি দুর্দান্ত হলেও দ্রুত তিন উইকেট হারায় ম্যাভেরিক্স। ৮.৩ ওভারে ৯৫ রানে তিন উইকেট পড়ে ম্যাভেরিক্সের।

প্রত্যেকেই অপেক্ষা করছিলেন রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখার। নবম ওভারে নামেন রিঙ্কু। যদিও টার্গেট এত কম, রিঙ্কুর বিধ্বংসী ইনিংস দেখার সুযোগ মিলল না। ৯ ওভারের মধ্যেই ৭ উইকেটে জয়। দুটি ডেলিভারি খেলেন রিঙ্কু। প্রথম বলে সিঙ্গল। এরপর স্ট্রাইক পেয়ে ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন। টুর্নামেন্টে এই প্রথম বার কাশি রুদ্র টিমকে হারাল রিঙ্কুর ম্যাভেরিক্স।

প্রথম ম্যাচেই ২১ বলে বিধ্বংসী হাফসেঞ্চুরি ম্যাভেরিক্সের ওপেনার স্বস্তিক চিকারার। মাত্র ২৬ বলে ৬৬ রানে ফেরেন স্বস্তিক। রিঙ্কুর টিমের এই ব্য়াটার গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। ম্যাচ খেলার অবশ্য সুযোগ পাননি। আইপিএলের মেগা অকশনের আগে ইউপি টি-টোয়েন্টি লিগ এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারলে এ বারও হয়তো টিম পাবেন স্বস্তিক চিকারা। শুরুটা যেমন হল, তাতে স্বস্তিতেই থাকতে পারেন স্বস্তিক।

Next Article