Rinku Singh: জিরো থেকে হিরো রিঙ্কু, বাবা আজও বাড়ি বাড়ি বিলি করেন গ্যাস সিলিন্ডার

Jan 28, 2024 | 12:01 AM

Watch Video: কেকেআরের হয়ে আলিগড়ের ছেলে রিঙ্কু সিং পরিচিতি পাওয়ার আগে তাঁর বাবা খানচন্দ্র সিং বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার বিলি করতেন। ভারতের জার্সিতে রিঙ্কু নজর কাড়ার পরও তাঁর বাবা সেই কাজ ছাড়েননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু সিংয়ের বাবার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Rinku Singh: জিরো থেকে হিরো রিঙ্কু, বাবা আজও বাড়ি বাড়ি বিলি করেন গ্যাস সিলিন্ডার
রিঙ্কু সিংয়ের বাবা এখনও বাড়ি বাড়ি সিলিন্ডার বিলি করেন।

Follow Us

কলকাতা: নিজের লক্ষ্যে যদি কেউ অটুট থাকে, তা হলে একদিন না একদিন সাফল্যের চূড়ায় উঠতে পারে। পরিশ্রমের কোনও বিকল্প নেই। আর মানুষ যত বড়ই হোক না কেন, নিজের অতীতে ফিরে পরিশ্রমের কথা ভুলে যাওয়া উচিত নয়। বহু পরিশ্রম করে বর্তমানে জাতীয় দলে নিজের পরিচিতি তৈরি করেছেন আলিগড়ের ছেলে রিঙ্কু সিং। এক সময় পেট চালাতে ঝাড়ু হাতে তুলে নিয়েছিলেন। সাফাইকর্মী থেকে ভারতের নয়া ফিনিশার হয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। কিন্তু তিনি এবং তাঁর পরিবার এখনও মাটিতেই পা রেখে চলেন।

কেকেআরের হয়ে রিঙ্কু পরিচিতি পাওয়ার আগে তাঁর বাবা খানচন্দ্র সিং বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার বিলি করতেন। ভারতের জার্সিতে রিঙ্কু নজর কাড়ার পরও তাঁর বাবা সেই কাজ ছাড়েননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু সিংয়ের বাবার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, গ্যাল সিলিন্ডারের একটি গাড়ির সামনে নিজের কাজ করছেন রিঙ্কুর বাবা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে। রিঙ্কু সিংয়ের বাবার ওই ভিডিয়ো মন ছুঁয়ে গিয়েছে নেটিজ়েনদের।

আলিগড়ের নবাব রিঙ্কু সিং বর্তমানে ভারত এ দলের ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ব্যক্তি লিখেছেন, রিঙ্কু সিং তাঁর বাবাকে বলেছেন, ‘আমি বাবাকে রিল্যাক্স করার কথা বলেছি। জানিয়েছি এখন আর তাঁকে সিলিন্ডার বিলি করতে হবে না। কিন্তু সে নিজের কাজ করতে চায়। আসলে বাবা নিজের কাজটা ভালোবাসে। বাড়িতে বসে থেকে বাবা বোর ফিল করে। যদি কেউ সারা জীবন কাজ করে, তার পক্ষে হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়াটা কঠিন। বাবার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।’

Next Article