কলকাতা: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এবং ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) নাম নেই স্কোয়াডে। টি-২০, ওডিআই সিরিজে পন্থের নাম নেই। এমনকী ধাওয়ানও বাদ পড়েছেন। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা সীমিত ওভারের সিরিজ। তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ওডিআই ম্যাচের সিরিজ। টি-২০ সিরিজ খেলবেন না রোহিত শর্মা। ক্যাপ্টেনের অনুপস্থিতিতে কুড়ি বিশে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। যাই হোক, এই দুটি স্কোয়াডে সবচেয়ে বেশি চোখে লেগেছে পন্থ ও ধাওয়ানের অনুপস্থিতি। পন্থের পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে সদ্য ডাবল সেঞ্চুরি হাঁকানো উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ সুযোগ পেয়েছেন। প্রশ্ন উঠছে শিখর ধাওয়ানকে নিয়েও (India vs Bangladesh)। গত ওয়ান ডে সিরিজগুলিতে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। এ বার স্কোয়াডেই জায়গা হয়নি। আগামী বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। ধাওয়ান কি তবে পরিকল্পনায় নেই? জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
৫০ ওভারের ফরম্যাটে ওপেনিংয়ে জাতীয় দলের চেনা মুখ শিখর ধাওয়ান। রোহিতদের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া, ব্যাট হাত অবদান রেখে আসছিলেন ধাওয়ান। অথচ নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে নেই ধাওয়ান। শ্রীলঙ্কা সিরিজ থেকেই ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি শুরু করে দেবে ভারত। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই তারকা ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ায় উঠছে অনেক প্রশ্ন। প্রথমেই আসা যাক পন্থের কথায়। মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরী হিসেবে ধরা হচ্ছিল যাঁকে সেই পন্থের সাম্প্রতিক অতীতে একটি সাক্ষাৎকারের অংশ ব্যপক ভাইরাল হয়। ফর্ম নিয়ে প্রশ্ন উঠতেই ঋষভ বলেন, “আমার মোটে ২৫ বছর বয়স। এই বয়সে আমার রেকর্ড খুব একটা খারাপ নয়।” গত একবছরের পারফরম্যান্সের দিকে নজর দিলে দেখা যাবে, ২০২২ সালে মোট ১৩টি টি-২০ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন পন্থ। ১৩টি ম্যাচে রান সংগ্রহ করেছেন মোটে ২১৩। যার মধ্যে একটিও অর্ধশতরান নেই। ফর্মের ধারেকাছে না থাকলেও তরুণ ক্রিকেটারদের মধ্যে পন্থের মতো আর কেউ এত সুযোগ পাননি। যা কাজে লাগাতে ব্যর্থ তিনি।
ওয়ান ডে ফরম্যাটে ১২টি ম্যাচে ৩৭.৩ গড় রেখে ৩৩৬ রান। দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হওয়ার ‘বদনাম’ রয়েছে তাঁর। অবশ্য অনেকের মতে, হাঁটুতে চোট লাগার কারণে টিমের বাইরে পন্থ। যদিও বছরভর ধরে বাজে পারফরম্যান্সের কারণটাই মুখ্য বলে মনে করা হচ্ছে। ওয়ান ডে ফরম্যাটে ১২টি ম্যাচে ৩৭.৩ গড় রেখে ৩৩৬ রান। দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হওয়ার ‘বদনাম’ রয়েছে তাঁর। অবশ্য অনেকের মতে, হাঁটুতে চোট লাগার কারণে টিমের বাইরে পন্থ। যদিও বছরভর ধরে বাজে পারফরম্যান্সের কারণটাই মুখ্য বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তরুণ ওপেনার শুভমন গিলের সামনে ফিকে হয়ে গিয়েছে ধাওয়ানের অতীত সাফল্য। দারুণ ফর্মে রয়েছেন শুভমন। শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তাঁকে। চলতি বছরে মোট ২২টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ধাওয়ান। রান সংগ্রহ ৬৮৮। যার মধ্যে একটিও শতরান নেই। গিলের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে, ১২টি ওডিআই ম্যাচ খেলে ৭০.৮৮ গড়ে ৬৩৮ রান তুলেছেন। যার মধ্যে রয়েছে ১৩০ রানের ইনিংস। আগামী দিনের বড় টুর্নামেন্টগুলির কথা ভেবে গিলের দিকেই মনোনিবেশ করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।