Ranji Trophy 2024-25: রঞ্জি ট্রফিতে পন্থ ১, গিলের ঝুলিতে মাত্র ৪; ‘সহজ’ ক্রিকেটই সবচেয়ে কঠিন!
Team India: দীর্ঘদিন পর বোর্ড ঘরোয়া ক্রিকেটে খেলার নিয়মে কড়াকড়ি করেছে। যে কারণে ভারতের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে তারকা উইকেটকিপার ঋষভ পন্থ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি শুভমন গিলরাও রঞ্জি ট্রফিতে খেলছেন।
কলকাতা: রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচে একঝাঁক তারকার দিকে নজর ছিল সকলের। ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, শুভমন গিলদের আজ, বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে অ্যাকশনে দেখা গিয়েছে। মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে ১৯ বলেই রোহিতের ইনিংস শেষ হয়। তাতে তিনি করেন মাত্র ৩ রান। পাশাপাশি ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ৮ বলে ৫ রান এসেছে তাঁর ব্যাটে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের হতাশ করেছেন শুভমন গিল, ঋষভ পন্থরা। কত রান করলেন তাঁরা? খেললেনই বা কেমন?
পঞ্জাবের রঞ্জি ম্যাচ চলছে কর্নাটকের বিরুদ্ধে। সেখানে পঞ্জাব টিমকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। প্রভসিমরন সিংয়ের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন গিল। তাতে ৮ বলে তিনি করেন মাত্র ৪ রান। প্রথম ইনিংসে পঞ্জাব ৫৫ রানেই অল আউট। ১৬ রান করেন রমনদীপ সিং ও ১২ রান করেন মায়াঙ্ক মার্কন্ডেয়।
শুভমন গিলের পাশাপাশি ব্যাট হাতে নজর কাড়তে পারেননি ঋষভ পন্থ। সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির জার্সিতে রঞ্জি ট্রফিতে খেলছেন তিনি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি। পাঁচ নম্বরে নামেন ঋষভ। ১০ বল খেললেও মাত্র ১ রান করেন দেশের তরুণ উইকেটকিপার ব্যাটার পন্থ। রঞ্জিতে খেলার কয়েকদিন আগে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে পন্থ খারাপ খেলেননি। আর সেখানে রঞ্জিতে এসে রানই পেলেন না।
এই খবরটিও পড়ুন
দীর্ঘদিন পর বোর্ড ঘরোয়া ক্রিকেটে খেলার নিয়মে কড়াকড়ি করেছে। যে কারণে ভারতের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে তারকা উইকেটকিপার ঋষভ পন্থ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি শুভমন গিলরাও রঞ্জি ট্রফিতে খেলছেন। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর অনেক ক্রিকেটারের কাছে ঘরোয়া ক্রিকেট সহজ বলে মনে হয়। অনেকেই একবার আন্তর্জাতিক ক্রিকেটার তকমা পেলে ঘরোয়া ক্রিকেটকে আর প্রাধান্য দেন না। আর সেই তাঁরাই কিনা ঘরোয়া ক্রিকেটে এসে সমস্যায় পড়ছেন। এমনই আলোচনা চলছে ক্রিকেট মহলে।