কলকাতা: জেতার লক্ষ্য নিয়ে প্রতিটা দল মাঠে নামে। যে কোনও খেলায় হার-জিত লেগেই থাকে। কিন্তু টানা হার অনেকের ধৈর্যের সীমা ভেঙে দেয়। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন উত্তরাখণ্ডের রুরকির উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএল টিম দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) পন্থ নেতৃত্বও দিচ্ছেন। কিন্তু এ বারের আইপিএলে (IPL) এখনও পন্থের দিল্লি জয়ের মুখ দেখেনি। জোড়া ম্যাচ হেরেছে রাজধানীর দল। রাজস্থানের বিরুদ্ধে দিল্লি জয়পুরে হারার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঋষভ পন্থের এক ভিডিয়ো। যেখানে এক আলাদাই মেজাজে দেখা গিয়েছে পন্থকে।
ঋষভ পন্থ বৃহস্পতিবার দিল্লির হয়ে ১০০তম আইপিএল ম্যাচ খেলেছেন। রাজস্থানের বিরুদ্ধে ২৮ রান করে মাঠ ছাড়েন তিনি। মাইলস্টোন ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পারেননি। তাঁর বড় ইনিংস দলকে জেতাতে সাহায্য করতে পারত। স্বাভাবিকভাবেই যে কারণে ঋষভ নিজের আউট হওয়া মেনে নিতে পারেননি। যে কারণে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আউট হয়ে মাঠ ছাড়ার সময় ঋষভ রাগে গজ গজ করছিলেন। এরপর তিনি টানেলে প্রবেশ করার পথে রাগের মাথায় ব্যাট দিয়ে সেখানকার দেওয়ালে সজোরে মারেন। নেটিজ়েনরা এ ভাবে পন্থের রাগ দেখে বিরাট অবাক হয়েছেন।
Angry Young Man 🥺#RishabhPantpic.twitter.com/URSUpUBKcJ
— Jaipal (@Reddy_Jaipal18) March 28, 2024
সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরদ্ধে দিল্লি ক্যাপিটাল হারার পর টিমের অধিনায়ক ঋষভ বলেন, ‘এই হার নিঃসন্দেহে হতাশার। বোলাররা ১৫-১৬ ওভারে ভালো পারফর্ম করেছে। কিন্তু ব্যাটাররা ডেথ ওভারে ভালো পারফর্ম করেছে। আশা করি আমরা পরের ম্যাচে আরও ভালো পারফর্ম করব। দিনটা আমাদের জন্য ভালো ছিল না।’ একদিন বিশ্রাম নেওয়ার পরই আবার মাঠে নামবে পন্থের টিম। রবিবার রাতে বিশাখাপত্তনমে ঋতুরাজ গায়কোয়াড়ের সিএসকের বিরুদ্ধে জয়ের খোঁজে নামবে পন্থের দিল্লি। আপাতত ২ ম্যাচ হেরে পয়েন্ট টেবলের আটে রয়েছে দিল্লি ক্যাপিটালস।