Rishabh Pant : এনসিএতে রিইউনিয়ন… চাহাল-সিরাজদের সঙ্গে খুনসুটিতে পন্থ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 27, 2023 | 10:39 AM

Team India : বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিইউনিয়ন হল ঋষভ পন্থ-লোকেশ রাহুলদের। সেখানে তাঁরা যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজদের সঙ্গে খুনসুটিতে মেতেছেন।

Rishabh Pant : এনসিএতে রিইউনিয়ন... চাহাল-সিরাজদের সঙ্গে খুনসুটিতে পন্থ
এনসিএতে রিইউনিয়ন... চাহাল-সিরাজদের সঙ্গে খুনসুটিতে পন্থ
Image Credit source: Rishabh Pant Twitter

Follow Us

বেঙ্গালুরু : ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে… অনেকদিন পর সতীর্থদের সামনে পেয়ে এই গানের বুলিই হয়তো আওড়াচ্ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে রয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ। ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন পন্থ। এ বার সেখানেই ভারতীয় দলের (Team India) সতীর্থদের সঙ্গে দেখা হয়েছে পন্থের। সেই ছবি ঋষভ নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে লিখেছেন, ‘বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন সব সময় আনন্দ দেয়’। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে সম্প্রতি ২টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋষভ পন্থ। সেখানে দেখা গিয়েছে সতীর্থদের সঙ্গে দেখা হওয়ায় বেজায় খুশি পন্থ। শুধু তাই নয়, পন্থের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে শার্দূল-ঋষভরা চাহালের সঙ্গে খুনসুটিতে মেতেছেন। দিনকয়েক আগেই পন্থ এনসিএ থেকে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছেন পন্থ। সেই ভিডিয়োতে তাঁর চোখেমুখে আর আগের মতো কষ্ট দেখা যায়নি।

২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার বলে পড়েছিলেন ঋষভ পন্থ। ভাগ্যের জেরে প্রাণে বেঁচে যান তিনি। একাধিক অস্ত্রোপচারের পর ঋষভ পন্থ দীর্ঘদিন ধরে এনসিএতে রিহ্যাব করছেন। প্রায়শই ঋষভ নিজের হেলথ আপডেট জানান সোশ্যাল মিডিয়ায়। এ বার এনসিএতেই ঋষভের সঙ্গে দেখা হয়েছে লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শার্দূল ঠাকুরদের। ঋষভের মতো লোকেশ রাহুলও এনসিএতে রিহ্যাব পর্ব কাটাচ্ছেন। আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন কেএ রাহুল। কিছুদিন আগে তাঁর থাই সার্জারি হয়েছিল।

হঠাৎ এনসিএতে কেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শার্দূল ঠাকুররা?

আসলে, সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফর। তার জন্যই বিশেষ অনুশীলন করতে মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শার্দূল ঠাকুররা পৌঁছে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে ভিভিএস লক্ষ্মণের অধীনে ভারতীয় ক্রিকেটাররা বিশেষ অনুশীলন করছেন। ঋষভ পন্থ ও লোকেশ রাহুল ছাড়াও চোটের কারণে এনসিএতে রিহ্যাবে রয়েছেন শ্রেয়স আইয়ার ও জসপ্রীত বুমরাও।

 

 

Next Article