AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Breaking: ম্যাঞ্চেস্টারে ‘দশ’জনে ভারত, সিরিজেই নেই ঋষভ পন্থ! ডাকা হল ‘ব্রাত্য’ কিপারকে

Rishabh Pant Ruled Out: প্রথম দিন ব্যাটিংয়ের সময় গুরুতর চোট লাগে। দ্রুত গল্ফকার্টে মাঠ ছাড়েন। পায়ে গুরুতর চোট। স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়েছে। সিরিজ থেকেই ছিটকে গেলেন ঋষভ পন্থ। অন্তত দু-মাসের জন্যও বাইরে থাকতে হতে পারে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনকে।

Big Breaking: ম্যাঞ্চেস্টারে 'দশ'জনে ভারত, সিরিজেই নেই ঋষভ পন্থ! ডাকা হল 'ব্রাত্য' কিপারকে
Image Credit: PTI
| Updated on: Jul 24, 2025 | 2:29 PM
Share

একটা ডেলিভারি, সিরিজ থেকেই ছিটকে দিল ঋষভ পন্থকে। লর্ডস টেস্টে অসমান বাউন্সের কারণে বারবার সমস্যায় পড়েছিলেন। হাতে চোট পেয়েছিলেন পন্থ। প্রথম ইনিংসেই মাঠ ছাড়েন। যে কারণে লর্ডসে পুরো ম্যাচেই কার্যত কিপিং করেন ধ্রুব জুরেল। শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য নেমেছিলেন পন্থ। ম্যাঞ্চেস্টারে তাঁকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলানোর কথা হয়েছিল। তবে শেষ অবধি কিপিংয়ের জন্যও ফিট সার্টিফিকেট মেলে। কিন্তু এ বার ব্যাটিংয়েই সমস্যা তৈরি হল। প্রথম দিন ব্যাটিংয়ের সময় গুরুতর চোট লাগে। দ্রুত গল্ফকার্টে মাঠ ছাড়েন। পায়ে গুরুতর চোট। স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়েছে। সিরিজ থেকেই ছিটকে গেলেন ঋষভ পন্থ। অন্তত দু-মাসের জন্যও বাইরে থাকতে হতে পারে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনকে।

ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন দুর্দান্ত ব্যাটিং করছিলেন পন্থ। কিন্তু ক্রিস ওকসের একটি ইয়র্কারে রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন পন্থ। বল ব্যাটের কানায় লেগে সরাসরি পায়ের পাতায়। খোড়াতে থাকেন পন্থ। ফিজিও মাঠে নেমেছিলেন। জুতো-মোজা খুলতেই দেখা যায়, চোট গুরুতর। রক্তও বেরোচ্ছিল। শেষ অবধি গল্ফকার্টে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। দ্রুতই চিকিৎসাকেন্দ্রেও নিয়ে যাওয়া হয় পন্থকে। বোর্ডের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়, স্ক্যানের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এই ম্যাচই শুধু নয়, সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। সূত্রের খবর, তাঁর চোটের যা পরিস্থিতি অন্তত দু-মাসের জন্য় মাঠের বাইরে থাকতে হতে পারে। ম্যাঞ্চেস্টার টেস্টে আপাতত দশজনে ভারত। ৩৭ রানে মাঠ ছেড়েছিলেন পন্থ। আর ব্যাটিংয়ে নামতে পারবেন না। পরিবর্ত হিসেবে ধ্রুব জুরেলকে শুধুমাত্র কিপিংয়ের জন্য খেলানো যেতে পারে। কনকাশন পরিবর্ত না হওয়ায় ব্যাটিংয়ে পাওয়া যাবে না ধ্রুব জুরেলকে।

বোর্ড কর্তা আরও জানিয়েছেন, পন্থ ছিটকে যাওয়ায় দ্বিতীয় কিপার হিসেবে দলে যোগ করা হচ্ছে ঈশান কিষাণকে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য। সম্প্রতি ইংল্যান্ডেই ভারত এ দলে প্রত্যাবর্তন হয়েছিল। পন্থের চোটে টেস্ট স্কোয়াডে নেওয়া হল। বোর্ডের তরফে সরকারি ঘোষণা যে কোনও সময়ই হতে পারে।