India vs West Indies: ‘ঋষভকে ফিনিশার হিসেবেই দেখা উচিত’, মত গাভাসকরের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 10, 2022 | 5:00 PM

গাভাসকর বলেন, 'ঋষভকে ওপেন করতে দেখে আমি প্রথমে চমকে যাই। সব সময় মনে হয়েছে, ৬ কিংবা ৭ নম্বর পজিশনের জন্য ও আদর্শ। আমি সব সময় মনে করি, রাহুল আর রোহিত আদর্শ ওপেনিং কম্বিনেশন। চার নম্বরের জন্য সূর্যকুমার যাদব ঠিক আছে। এরপর ঋষভ পন্থ বা অন্য কেউ নামুক। তবে প্রথম ১০ ওভারের কথা ভেবেই হয়তো টিম ম্যানেজমেন্ট এই পরিকল্পনা করেছে। কারণ প্রথম ১০ ওভারে অনেক জায়গাতেই বড় রান তুলতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। তার জন্যই হয়তো ঋষভকে দিয়ে পরীক্ষা চালিয়েছে। যদি কাজে লেগে যেত এটাই হয়তো কার্যকর হত। তবে আশ্চর্যের, ঋষভ যদি ওপেন করে ফিনিশার কে হবে?আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টের উচিত ওকে ফিনিশার হিসেবেই দেখা।'

India vs West Indies: ঋষভকে ফিনিশার হিসেবেই দেখা উচিত, মত গাভাসকরের
ওপেনার পন্থকে নিয়ে গাভাসকরের প্রতিক্রিয়া। ছবি: টুইটার

Follow Us

আমেদাবাদ: সিরিজ জিতে গেলেও টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। দ্বিতীয় একদিনের ম্যাচে ঋষভ পন্থকে (Rishabh Pant) ওপেন করতে দেখে অবাক হয়েছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরও (Sunil Gavaskar) টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত দেখে অবাক হন। ওপেন করতে নেমে রানও পাননি পন্থ। উপোরন্তু রোহি, পন্থ, বিরাটরা চটজলদি সাজঘরে ফিরে যাওয়ায় মিডল অর্ডারের উপর বাড়তি চাপ পড়ে। কেএল রাহুল খেলা সত্ত্বেও পন্থকে ওপেন করতে পাঠান রাহুল দ্রাবিড় (Rahul Dravid), রোহিত শর্মারা। যদিও ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, ঋষভকে ওপেনে খেলিয়ে তাঁরা একটা পরীক্ষা চালিয়েছেন। চিরকাল পন্থ ওপেন করবেন না।

 

গাভাসকর বলেন, ‘ঋষভকে ওপেন করতে দেখে আমি প্রথমে চমকে যাই। সব সময় মনে হয়েছে, ৬ কিংবা ৭ নম্বর পজিশনের জন্য ও আদর্শ। আমি সব সময় মনে করি, রাহুল আর রোহিত আদর্শ ওপেনিং কম্বিনেশন। চার নম্বরের জন্য সূর্যকুমার যাদব ঠিক আছে। এরপর ঋষভ পন্থ বা অন্য কেউ নামুক। তবে প্রথম ১০ ওভারের কথা ভেবেই হয়তো টিম ম্যানেজমেন্ট এই পরিকল্পনা করেছে। কারণ প্রথম ১০ ওভারে অনেক জায়গাতেই বড় রান তুলতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। তার জন্যই হয়তো ঋষভকে দিয়ে পরীক্ষা চালিয়েছে। যদি কাজে লেগে যেত এটাই হয়তো কার্যকর হত। তবে আশ্চর্যের, ঋষভ যদি ওপেন করে ফিনিশার কে হবে?আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টের উচিত ওকে ফিনিশার হিসেবেই দেখা।’

ম্যাচের পর রোহিত শর্মা বলেন, ‘আমরা কিছু অভিনবত্ব করার চেষ্টা করেছিলাম। ঋষভকে ওপেন করতে দেখে অনেকে খুশিও হয়েছে। কিন্তু চিরতরের জন্য এই পরিকল্পনা নয়। পরের ম্যাচ থেকেই শিখর ধাওয়ানকে পাওয়া যাবে। ওকেও কিছুটা সময় দিতে হবে। সব সময় রেজাল্ট আসে না।’ একই সঙ্গে ভারত অধিনায়ক বলেন, ‘নতুন কিছু চেষ্টা করতে গিয়ে যদি কয়েকটা ম্যাচ হারিও, যায়-আসবে না। ভবিষ্যতের দিকে তাকিয়েই আমাদের এগোতে হবে। টিম কম্বিনেশনের জন্য যেটা ঠিক হবে সেটাই করার চেষ্টা করব।’

 

 

আরও পড়ুন: India vs West Indies: ‘ঋষভ ওপেন করিয়ে একটা পরীক্ষা চালিয়েছি’, বললেন রোহিত

Next Article