India vs West Indies: ‘ঋষভ ওপেন করিয়ে একটা পরীক্ষা চালিয়েছি’, বললেন রোহিত

রোহিত শর্মা ম্যাচের পর বলেন, 'আমরা কিছু অভিনবত্ব করার চেষ্টা করেছিলাম। ঋষভকে ওপেন করতে দেখে অনেকে খুশিও হয়েছে। কিন্তু চিরতরের জন্য এই পরিকল্পনা নয়। পরের ম্যাচ থেকেই শিখর ধাওয়ানকে পাওয়া যাবে। ওকেও কিছুটা সময় দিতে হবে। সব সময় রেজাল্ট আসে না।' একই সঙ্গে ভারত অধিনায়ক বলেন, 'নতুন কিছু চেষ্টা করতে গিয়ে যদি কয়েকটা ম্যাচ হারিও, যায়-আসবে না। ভবিষ্যতের দিকে তাকিয়েই আমাদের এগোতে হবে। টিম কম্বিনেশনের জন্য যেটা ঠিক হবে সেটাই করার চেষ্টা করব।'

India vs West Indies: 'ঋষভ ওপেন করিয়ে একটা পরীক্ষা চালিয়েছি', বললেন রোহিত
ওপেনার পন্থকে নিয়ে রোহিত। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 4:00 PM

আমেদাবাদ: দ্বিতীয় একদিনের ম্যাচে ঋষভ পন্থকে (Rishabh Pant) দিয়ে ওপেন করানোর পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। দ্বিতীয় ওয়ান ডের পর দলনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানান, পাকাপাকি ভাবে ঋষভ ওপেন করবেন না। পরের বছরই দেশের মাটিতে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। তার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কোভিডের কারণে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ছিলেন না। প্রথম ম্যাচে ঈশান কিশানকে ওপেন করতে পাঠায় থিঙ্ক ট্যাঙ্ক। তাতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঋষভকে দিয়ে ওপেন করানোর রাস্তায় হাঁটে টিম ম্যানেজমেন্ট। কিন্তু রান পাননি পন্থও। কেউ কেউ টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরও প্রশ্ন তুলেছিলেন টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে। পন্থকে ওপেন করতে দেখে অবাক হয়ে যান তিনি।

রোহিত শর্মা ম্যাচের পর বলেন, ‘আমরা কিছু অভিনবত্ব করার চেষ্টা করেছিলাম। ঋষভকে ওপেন করতে দেখে অনেকে খুশিও হয়েছে। কিন্তু চিরতরের জন্য এই পরিকল্পনা নয়। পরের ম্যাচ থেকেই শিখর ধাওয়ানকে পাওয়া যাবে। ওকেও কিছুটা সময় দিতে হবে। সব সময় রেজাল্ট আসে না।’ একই সঙ্গে ভারত অধিনায়ক বলেন, ‘নতুন কিছু চেষ্টা করতে গিয়ে যদি কয়েকটা ম্যাচ হারিও, যায়-আসবে না। ভবিষ্যতের দিকে তাকিয়েই আমাদের এগোতে হবে। টিম কম্বিনেশনের জন্য যেটা ঠিক হবে সেটাই করার চেষ্টা করব।’

গতকাল পন্থকে দেখে অবাক হন সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘প্রথম ১০ ওভারের কথা ভেবেই হয়তো টিম ম্যানেজমেন্ট এই পরিকল্পনা করেছে। কারণ প্রথম ১০ ওভারে অনেক জায়গাতেই বড় রান তুলতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। তার জন্যই হয়তো ঋষভকে দিয়ে পরীক্ষা চালিয়েছে। যদি কাজে লেগে যেত এটাই হয়তো কার্যকর হত। তবে আশ্চর্যের, ঋষভ যদি ওপেন করে ফিনিশার কে হবে?আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টের উচিত ওকে ফিনিশার হিসেবেই দেখা।’

আরও পড়ুন: India vs West Indies: স্বপ্ন ছিল বিরাট ভাই বা এমএস ভাইয়ের হাত থেকে ডেবিউ ক্যাপ নেওয়া: দীপক হুডা