T20 WC 2024 ভিডিয়ো: ব্যাট দিয়ে গলফ ঋষভ পন্থের, ব্যাগে বল; উচ্ছ্বাসে স্কাইও

Jun 02, 2024 | 10:09 PM

ICC MEN’S T20 WC 2024: চোটের জন্য নানা গুরুত্বপূর্ণ সিরিজে পাওয়া যায়নি ঋষভ পন্থকে। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও। ঋষভ পন্থ কবে জাতীয় দলে ফিরতে পারবেন, এই নিয়ে ধোঁয়াশা ছিলই। আইপিএলে তাঁকে সাবলীল দেখানোয় স্বস্তিতে ছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রত্যাশিত ভাবেই বিশ্বকাপের দলে রয়েছেন ঋষভ পন্থ। প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স প্রত্যাশা আরও বাড়িয়েছে।

T20 WC 2024 ভিডিয়ো: ব্যাট দিয়ে গলফ ঋষভ পন্থের, ব্যাগে বল; উচ্ছ্বাসে স্কাইও
Image Credit source: PTI

Follow Us

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি ঋষভ পন্থ। ২০২২ সালের ডিসেম্বরে গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। তাঁর ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। সে সময় জীবন মৃত্যুর লড়াই। পরিস্থিতি কিছুটা বদলাতেই নতুন আশঙ্কা। তাঁকে ফের ক্রিকেট মাঠে দেখা যাবে, এটাই যেন মিরাকল। অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে বাইশগজে প্রত্যাবর্তন হয়েছে ঋষভ পন্থের। চোখ ধাঁধানো কিছু ইনিংস খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। এ বার নজর টি-টোয়েন্টি বিশ্বকাপে।

চোটের জন্য নানা গুরুত্বপূর্ণ সিরিজে পাওয়া যায়নি ঋষভ পন্থকে। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও। ঋষভ পন্থ কবে জাতীয় দলে ফিরতে পারবেন, এই নিয়ে ধোঁয়াশা ছিলই। আইপিএলে তাঁকে সাবলীল দেখানোয় স্বস্তিতে ছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রত্যাশিত ভাবেই বিশ্বকাপের দলে রয়েছেন ঋষভ পন্থ। প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স প্রত্যাশা আরও বাড়িয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে ৩২ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ঋষভ পন্থ। তিন নম্বরে নেমে আত্মবিশ্বাসী একটা ইনিংস। শুধু বাইশগজেই ব্যাট হাতে স্বচ্ছন্দ, তা নয়। হোটেলের করিডরেও ব্য়াট হাতে গলফ স্কিল দেখালেন ভারতীয় দলের কিপার ব্যাটার। সঙ্গী বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। সেই ভিডিয়োই পোস্ট করেছেন ঋষভ পন্থ।

করিডরে অনেকটা জায়গা। ব্যাট হাতে দাঁড়িয়ে ঋষভ, পাশে সূর্য। অনেকটা দূরে রাখা একটি ব্যাগ। গলফের স্টাইলে ব্যাট দিয়ে বল মেরে তা ব্যাগে ঢোকাতে হবে। একদম মাপা শট ঋষভের। ব্যাগে বলও ঢোকান। স্বাভাবিক ভাগেই আনন্দে মেতে ওঠেন। আর এই ছোট ছোট আনন্দগুলোই ক্রিকেট মাঠে ফোকাস আরও বাড়াতে সাহায্য করবে।

Next Article