ক্রিকেট কেরিয়ারে অনেক সাফল্যই রয়েছে। বাংলা ক্রিকেটই শুধু নয়, ভারতীয় ক্রিকেটেও। ক্যাপ্টেন, প্লেয়ার, প্রশাসক। সব ভূমিকাতেই ভারতীয় ক্রিকেটে অনন্য অবদান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ক্রিকেটার হিসেবে তাঁর বড় আক্ষেপ বিশ্বকাপ। অন্তত বাংলা ও বাঙালির কাছে বড় আপশোসের জায়গা। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। সেই আক্ষেপ আজও রয়ে গিয়েছে। বিশেষ করে কয়েক মাস আগে আরও একটা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের বড় অস্বস্তিটা যেন বেড়েছে। সৌরভের কেরিয়ারে আরও একটা আপশোস যেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই দায়িত্বে থেকেই জীবনের একটা বড় ইচ্ছে। শহরে এক অনুষ্ঠানে সৌরভ নানা প্রশ্নের মাঝে মনের কথা খোলসা করলেন। সৌরভ বলেন, ‘একবার অন্তত আইপিএল জিততে চাই। এটা আমার স্বপ্ন। দিল্লির হয়ে আইপিএল জিততে চাই।’ সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফে উঠতে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস।
প্লে-অফে উঠতে না পারলেও দিল্লি ক্যাপিটালস শিবিরে বেশ কিছু প্রাপ্তি রয়েছে আইপিএলের ১৭তম সংস্করণে। জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, অভিষেক পোড়েলের কথা আলাদা করে বলতে হয়। বাংলার কিপার ব্যাটার অভিষেক দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএল এবং ভারতীয় ক্রিকেটে বাঙালি প্লেয়ার সে ভাবে কেন উঠে আসছে না? এই প্রশ্নের সামনেও পড়তে হয় বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
বাঙালি প্লেয়ার কেন উঠছে না? সৌরভ বলেন, ‘বলতে পারব না কেন উঠছে না। বাঙালির ডিএনএতে কী আছে জানি না। এর রেসিপিও বলতে পারব না। তবে অনেক ক্রিকেটার তো উঠেছে। যেমন ঋদ্ধিমান। এরপর মুকেশ কুমার উঠছে। অভিষেক পোড়েল রয়েছে।’