Virat Kohli: বিশ্বকাপ খেলতে গিয়ে স্বস্তিতে নেই বিরাট কোহলি, তাঁর পিছু নিয়েছে…

Jun 02, 2024 | 7:18 PM

নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন কিং কোহলি। বিশ্বকাপের (T20 World Cup) আগে মার্কিন মুলুকে তাঁকে নিয়ে মাতামাতির অন্ত নেই। শনিবার বিরাট কোহলি (Virat Kohli) বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেননি। কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন মাঠে। আর তাঁকে মাঠে দেখতে পেয়েই গ্যালারিতে থাকা দর্শকরা স্লোগান দিতে শুরু করেন।

Virat Kohli: বিশ্বকাপ খেলতে গিয়ে স্বস্তিতে নেই বিরাট কোহলি, তাঁর পিছু নিয়েছে...
Virat Kohli: বিশ্বকাপ খেলতে গিয়ে স্বস্তিতে নেই বিরাট কোহলি, তাঁর পিছু নিয়েছে...
Image Credit source: X

Follow Us

কলকাতা: বিরাট কোহলি গ্লোবাল স্পোর্টস আইকন। এ বিষয়ে দ্বিমত পোষণের কোনও জায়গা নেই। নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন কিং কোহলি। বিশ্বকাপের (T20 World Cup) আগে মার্কিন মুলুকে তাঁকে নিয়ে মাতামাতির অন্ত নেই। শনিবার বিরাট কোহলি (Virat Kohli) বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেননি। কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন মাঠে। আর তাঁকে মাঠে দেখতে পেয়েই গ্যালারিতে থাকা দর্শকরা স্লোগান দিতে শুরু করেন। শুধু তাই নয়। তিনি কখন কী করছেন, সেই সব মুহূর্তের ছবি-ভিডিয়ো ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। যে কারণে বলা যায় আমেরিকায় গিয়ে স্বস্তিতে নেই বিরাট কোহলি।

সোশ্যাল মিডিয়ায় টি-২০ বিশ্বকাপ এখন ট্রেন্ডিংয়ে। রবিবার বিশ্বকাপের পর্দা সরেছে। এই আবহে বিরাট কোহলিও লাইমলাইটে। তাঁর অনুরাগীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন। এ বার মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রমাণ পাওয়া গেল। কোহলি শনিবার যখন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন, চারিদিকে উঠেছিল বিরাট রব। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, নিউ ইয়র্কের ভক্তদের ভালোবাসাকে সমর্থন জানিয়েছেন বিরাট কোহলি।

নেটমাধ্যমের অপর এক ভিডিয়োতে দেখা যায়, ডাগআউটে বসে একমনে খাবার খেয়ে চলেছেন বিরাট কোহলি। সেই সময় অনেকেই কোহলির নামে স্লোগান দিচ্ছিলেন। আর তিনি অন্য কোনওদিকে না তাকিয়ে খাবার খেয়ে চলেছিলেন। এই ভিডিয়ো থেকেই পরিষ্কার, মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট কোহলি যখন যা করছেন, তা ভিডিয়ো আকারে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সারাক্ষণই যেন বিরাট কোহলি রয়েছেন সিসিটিভি ক্যামেরার নজরদারিতে।

যতদিন বিশ্বকাপ চলবে বিরাট কোহলির গতিবিধির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে এমনটা মনে করছেন তাঁর ভারতে থাকা অনুরাগীরা। শনিবার বিরাট বাংলাদেশের বিরুদ্ধে না খেললেও ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান কোহলি। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

Next Article