IPL 2025, Rishabh Pant: ঘরে ফিরে হার, উত্তর খুঁজছেন ঋষভ পন্থ! কী বলছেন ক্যাপ্টেন?

Apr 02, 2025 | 4:14 PM

Lucknow Super Giants: বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদকে হারায় লখনউ। কিন্তু নিজেদের ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি। প্রথম হোম ম্যাচেই শোচনীয় অবস্থা ঋষভের দলের। মঙ্গলবার পঞ্জাব কিংসের কাছে ঘরের মাঠে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হার।

IPL 2025, Rishabh Pant: ঘরে ফিরে হার, উত্তর খুঁজছেন ঋষভ পন্থ! কী বলছেন ক্যাপ্টেন?
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: হার-জিত-হার। আইপিএলের নতুন মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ঋষভ পন্থ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার এবং ক্যাপ্টেনও। হার দিয়ে অভিযান শুরু করেছিল লখনউ। সেই ম্যাচে লড়াইও হয়েছিল দুর্দান্ত। তারপর বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদকে হারায় লখনউ। কিন্তু নিজেদের ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি। প্রথম হোম ম্যাচেই শোচনীয় অবস্থা ঋষভের দলের। মঙ্গলবার পঞ্জাব কিংসের কাছে ঘরের মাঠে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হার।

প্রথম দুই ম্যাচে নজর কেড়েছিল লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং। গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মিচেল মার্শ ও নিকোলাস পুরান। হোম ম্যাচে মার্শের ব্যাট চলেনি। পুরানের ব্যাটেও বড় ইনিংস আসেনি। শেষ দিকে আয়ুষ বাদোনি, আব্দুল সামাদের ক্যামিওতে পঞ্জাবকে ১৭২ রানের টার্গেট দেয় লখনউ। এই মাঠে ২০২৩ থেকে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৯। কিন্তু এ বার এই রান সামান্য দেখিয়েছে। পঞ্জাব কিংস হেলায় হারিয়েছে লখনউকে।

হারের কারণ খুঁজছেন লখনউ ক্যাপ্টেনও। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে ঋষভ পন্থ বলেন, ‘আমার মনে হয় এই রান যথেষ্ট ছিল না। আমরা অন্তত ২০-২৫ রান কম করেছি।” হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচ। ফলে এখানকার পরিস্থিতি তাঁর কাছেও অজানা ছিল, এমনটাই জানান ঋষভ পন্থ। লখনউ ক্যাপ্টেনের কথায়, “ঘরের মাঠের পিচের পরিস্থিতি ও দলের অনেক কিছু বোঝার চেষ্টা করছি। এটা আমাদের প্রথম হোম ম্যাচ ছিল। এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

ব্যাটিংয়ে শুরুটাও যে হতাশার হয়েছিল, তুলে ধরেন লখনউ। পন্থ এই প্রসঙ্গে বলেন, “শুরুতে কয়েকটা উইকেট হারালে অবশ্যই বড় রান করা কঠিন হয়ে দাঁড়ায়। দলের প্রত্যেকেই ভালো পারফরম্যান্সের চেষ্টা করছে। টুর্নামেন্ট সবে শুরু। অনেক ম্যাচ রয়েছে হাতে। আশাকরি পরের ম্যাচগুলিতে ভালো ফল হবে।”