Rishabh Pant: সেই যাদবপুরের মাঠ থেকেই ক্রিকেটে পুনর্জন্ম চান পন্থ

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 09, 2023 | 1:28 PM

Delhi Capitals Camp in Kolkata: বিশ্বকাপের আবহ দেশ জুড়ে। ১২ বছর পর ট্রফির গন্ধ টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। এরই মাঝে বুধবার থেকে কলকাতায় শিবির শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার দিল্লির শিবিরে যোগ দিলেন ঋষভ পন্থ। ব্যাটিং, কিপিং কিছুই অবশ্য করেননি। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ঢুকতেই যাবতীয় নজর তাঁর দিকেই।

Rishabh Pant: সেই যাদবপুরের মাঠ থেকেই ক্রিকেটে পুনর্জন্ম চান পন্থ
সেই যাদবপুরের মাঠ থেকেই ক্রিকেটে পুনর্জন্ম চান পন্থ
Image Credit source: Own Arrangement, নিজস্ব ছবি

Follow Us

কলকাতা: বছর আটেক আগের কথা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে ভারতীয় অনূর্ধ্ব ১৯ (U19) দলের ত্রিদেশীয় সিরিজ ছিল। সেই দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। ত্রিদেশীয় সিরিজে ভারতের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান আর বাংলাদেশ। পুজোর পর শহরে হয়েছিল ওই ত্রিদেশীয় সিরিজ। ওই সিরিজ থেকেই উত্থান হয়েছিল ঋষভ পন্থ (Rishabh Pant) নামের এক ক্রিকেটারের। কিপার-ব্যাটার নজর কাড়তে শুরু করে দিয়েছিলেন ওই হোম সিরিজ থেকেই। তরুণ বাঁ হাতি ব্যাটার তখন কেরিয়ারের আশ্রয় খুঁজছিলেন। ভারতের যুব দল, আইপিএল হয়ে সিনিয়র টিম। রকেট গতিতে সাফল্যের শিখরে উঠে পড়েছিলেন পন্থ। আট বছর পর সেই যাদবপুরকেই খুঁজে নিচ্ছেন পন্থ। প্রত্যাবর্তনের সরণিতে হাঁটতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএল থেকে বিরাট কোহলি, রোহিত শর্মাদের টিমে পা রেখে অপরিহার্য হয়ে উঠেছিলেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বাইশ গজেও পন্থের আগ্রাসী ব্যাটিং শোরগোল ফেলে দিয়েছিল। সেই কেরিয়ারে হঠাৎই বিপত্তি। গত বছর ডিসেম্বরের শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও কেরিয়ার পড়ে যায় প্রবল সংশয়ে। সফল অস্ত্রোপচারের পর মাঠে ফেরার লড়াই শুরু করেন পন্থ। ছ’মাসেরও বেশি সময় ধরে রিহ্যাব করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। আইপিএলে তাঁকে পাওয়া যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে তিনি যে মানসিক প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন, যাদবপুরে পা রেখে বুঝিয়ে দিলেন।

বিশ্বকাপের আবহ দেশ জুড়ে। ১২ বছর পর ট্রফির গন্ধ টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। এরই মাঝে বুধবার থেকে কলকাতায় শিবির শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার দিল্লির শিবিরে যোগ দিলেন ঋষভ পন্থ। ব্যাটিং, কিপিং কিছুই অবশ্য করেননি। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ঢুকতেই যাবতীয় নজর তাঁর দিকেই। পন্থকে দেখতে পেয়েই এগিয়ে আসেন দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। দিল্লির অধিনায়ক গত বছরটা বাইরে থেকেই দলের খেলা দেখেছিলেন। এ বার ফিরে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। ৮ বছর আগে এই যাদবপুরের মাঠই পন্থকে বিশ্ব দরবারে পরিচয় দিয়েছিল। দুর্ঘটনা থেকে ফেরত এসে সেই যাদবপুরের মাঠ থেকেই ক্রিকেটের পুনর্জন্ম চাইছেন পন্থ।