Rishabh Pant: অ্যাক্সিডেন্টের পর প্রথম বার, কোটলায় আজ সশরীরে ঋষভ পন্থ!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 04, 2023 | 1:22 PM

Delhi Capitals vs Gujrat Giants, IPL 2023: ঋষভ পন্থের অনুরাগীদের জন্য় সুখবর। দিল্লি ক্যাপিটালসের নিয়মিত ক্যাপ্টেন ঋষভ পন্থ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। অ্যাক্সিডেন্টের পর প্রথম বার তাঁকে মাঠে দেখা যাবে। নিশ্চিত করেছে ডিডিসিএ।

Rishabh Pant: অ্যাক্সিডেন্টের পর প্রথম বার, কোটলায় আজ সশরীরে ঋষভ পন্থ!
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: জোরকদমে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। অথচ বাইশ গজ থেকে ক্রোশ দূরে ঋষভ পন্থ (Rishabh Pant)। ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর এখন সুস্থতার পথে ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার। দিল্লি ক্যাপিটালস টিমের নিয়মিত অধিনায়ক পন্থের অনুপস্থিতিতে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি স্টপগ্যাপ ক্যাপ্টেন হিসেবে ডেভিড ওয়ার্নারকে বেছে নিয়েছে। আজ, মঙ্গলবার ২০২৩ আইপিএলের (IPL 2023) প্রথম হোম ম্যাচ দিল্লির। এমন দিনে কী ঘরে বসে থাকতে মন চায়? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ক্যাপিটালসদের (Delhi Capitals) হয়ে গলা ফাটাতে অরুণ জেটলি স্টেডিয়ামে আজ উপস্থিত থাকবেন পন্থ। অ্যাক্সিডেন্টের পর প্রথম বার তাঁকে দেখা যাবে ক্রিকেট মাঠে। ফ্র্যাঞ্চাইজি বোর্ডের অনুমতি পেলে দিল্লির ডাগআউটেও দেখা যেতে পারে ঋষভকে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

দুর্ঘটনার জেরে দুই হাঁটুতে অস্ত্রোপচারের পর আগের থেকে ঋষভ এখন অনেকটাই সুস্থ। সাহায্য ছাড়াই নিজে নিজে হাঁটছেন। প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা পন্থকে দেখতে তাঁর বাড়িতে যাচ্ছেন। সম্পূর্ণ ভাবে সুস্থ হতে হয়তো গোটা বছরটাই লেগে যাবে তাঁর। এ বারের আইপিএল শুরু হওয়ার আগে দিল্লি ক্যাপিটালস জানিয়েছিল, ঋষভ সবসময় তাদের দলের অংশ হয়ে থাকবেন। তাই ১৬তম সংস্করণের প্রথম হোম ম্যাচে ঋষভকে স্টেডিয়ামে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে ডিডিসিএ এবং দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। মাঠে এলে নিশ্চিতভাবে ভিআইপি বক্সে বসে খেলা দেখবেন। তবে বোর্ডের এমসিএসইউ বিভাগ অনুমতি দিলেন কিছুক্ষণের জন্য ডাগ আউটেও দেখা যেতে পারে ডিসির নিয়মিত অধিনায়ককে।

লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ডাগ আউটে পন্থের ১৭ নম্বর জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। সশরীরে উপস্থিত না থাকলেও ঋষভ যে দলের সঙ্গে সবসময় রয়েছেন এটা বোঝাতেই ক্যাপিটালস এমন সিদ্ধান্ত নেয়। এই পরিকল্পনা ছিল দিল্লির হেড কোচ রিকি পন্টিংয়ের। কবে শোনা গিয়েছে, আগামী দিনে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

Next Article