Pakistan Cricket: ৬, ৬, ৬, ৬, ৪, ৬! এক ওভারে ৩৪, পাক ক্রিকেটে ঝড় স্পিনারের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 04, 2023 | 1:38 PM

Pakistan’s Usama Mir: যে কোনও ফর্ম্যাটেই পাকিস্তান টিমে মারকুটে ব্যাটার রয়েছেন। কিন্তু ওসামার প্রতিভা এতদিন জানাই ছিল না।

Pakistan Cricket: ৬, ৬, ৬, ৬, ৪, ৬! এক ওভারে ৩৪, পাক ক্রিকেটে ঝড় স্পিনারের
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ভারতে যখন আইপিএলের (IPL 2023) বিউগল বেজে গিয়েছে, তখন পাকিস্তানে চলছে ধুমধাড়াক্কা ব্যাটিং। বিরাট কোহলি, ফাফ দু প্লেসিদের মতো ক্রিকেটাররা ঝড় বইয়ে দিচ্ছেন। ওয়াঘার ওপারেও চার-ছয়ের ফুলঝুরি দেখা যাচ্ছে। রমজানের সময় পাকিস্তানে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়। যেখানে দেশের হয়ে খেলা প্রথম সারির ক্রিকেটারদের খেলতে দেখা যায়। ঘনি রমজান টোর্নি ২০২৩-এ (Ghani Ramzan Tourney 2023) হইচই ফেলে দিয়েছেন ওসামা মীর নামের এক তরুণ ক্রিকেটার। যিনি আবার স্পিনার। কিন্তু ব্যাট হাতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket)। সমস্ত খবরের কাগজ, নিউজ চ্যানেলে চলছে তাঁকে নিয়ে আলোচনা। যে কোনও ফর্ম্যাটেই পাকিস্তান টিমে মারকুটে ব্যাটার রয়েছেন। কিন্তু ওসামার প্রতিভা এতদিন জানাই ছিল না। যা দেখে বাবর আজম থেকে শুরু করে পিসিবির কর্তারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছেন। কী কাণ্ড ঘটালেন ওসামা? বিস্তারিত TV9 Banglaয়।

করাচি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচ ছিল ঘনি ইন্সটিটিউট অফ ক্রিকেট বা জিআইসির। যে ম্যাচে জিআইসি তোলে ২৩৬-৬। আর এই ম্যাচেই ব্যাট হাতে আলোড়ন ফেলে দিয়েছেন ওসামা। এক ওভারে ৬ বলে ৫টা ছয় ও একটা ৪ মেরেছেন। মোট ৩৪ রান করেছেন তিনি। যদি আর একটু এদিক-ওদিক হত, তা হলে ৬ বলে ৩৬ করে ফেলতে পারতেন তিনি। সব মিলিয়ে নিজের ইনিংসে মাত্র ২০ বলে বিস্ফোরক ৬৬ রানের ইনিংস খেলে যান। টিমকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ওসামা।

পাকিস্তান সুপার লিগ থেকে উত্থান হয়েছে ওসামার। মুলতান সুলতান্সের হয়ে খেলেন তিনি। তবে পাক ক্রিকেটে তার পরিচয় স্পিনার হিসেবেই। ব্যাট হাতে তিনি যে এমন হইচই ফেলে দিতে পারেন, এত দিন জানা ছিল না। স্পিনার হিসেবে অবশ্য বেশ সফল। পাকিস্তান টিমেও জায়গা করে নিয়েছেন। ৩টে ওয়ান ডে খেলে নিয়েছেন ৪টে উইকেট। কিন্তু ব্যাট হাতে ৩টে ওয়ান ডে ম্যাচে রয়েছে মাত্র ১৮ রান। সেই ওসামাই এখন পাকিস্তানের নতুন ব্যাটিং সেনসেশন।

পাকিস্তানের এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। রমজানের সময় এই টুর্নামেন্টে খেলে ৮টা টিম। পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম, শাদাব খান, এহশানউল্লাহ, আজম খান, ওসমান কাদির, উমর আকমল, এহসান আলি, আবিদ আলিদের মতো নামী ক্রিকেটাররাও খেলছেন। আটটা টিমে ২জন করে আন্তর্জাতিক ক্রিকেটার খেলতে পারেন। ফলে, এই টুর্নামেন্ট যেমন নতুন প্রজন্মের ক্রিকেটার তুলে আনার, তেমনই সদ্য পাক টিমে পা রাখা ক্রিকেটারদের কাছেও পরীক্ষা। আর তেমনই এক টুর্নামেন্টে ওসামার এই বিস্ফোরক ইনিংস তাঁর জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। হয়তো স্পিনারের পাশাপাশি ব্যাটার হিসেবেও উত্থান হতে পারে তাঁর।

Next Article